নিম্নচাপের দুই দিনের বৃষ্টিতে ক্ষতির মুখে চাষীরা

0
228

নিম্নচাপের দুই দিনের বৃষ্টিতে ক্ষতির মুখে চাষীরা ।

মালদা, ২১ মার্চ ,
নিম্নচাপের প্রভাবে মালদার বিভিন্ন জায়গা জুরে দুই দিনের বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে সকল গম চাষীরা থেকে শুরু করে সরিষা চাষিরাও । এছাড়াও নামলাম আলু চাষিরা কিছু ক্ষয় ক্ষতির মুখে বলেও জানান। গম ও সরিষা চাষি : সূর্যকান্ত মন্ডল ও রেনুকা বাওয়ালি জানান নিম্নচাপের কারণে দুদিনের বৃষ্টিপাতে মালদা জেলার আম চাষিদের উপক্রিত হলেও এদিকে আমদের গম ও সরিষা চাষীদের দিঘা কে বিঘা প্রচুর ক্ষতির মুখে । হাজার হাজা টাকা খরচা করে ও খতির মুখে পড়তে হয়েছে সকল চাষীদের। তাই আমাদের নিম্নচাপের বৃষ্টির কারণে বহু কৃষকের ক্ষয়ক্ষতির মুখে । এছাড়াও নামলাম আলু চাষীদেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান। তাই চিন্তায় মাথায় হাত পড়েছে চাষিদের । কারন ঋণের বোঝা মাথায় নিয়ে চাষে নেমেছেন চাষিরা, তাই লাভের আশায় মরেছে চাষাই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here