নিজের ম্যানেজারকে অপহরণ করার ঘটনায় হরিরামপুরের কংগ্রেস নেতা সোনা পালের ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে

0
91

শীতল চক্রবর্তী হরিরামপুর ২৯ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর। হিংরেরম্যানেজারকে অপহরণের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে কংগ্রেস নেতা শুভাশিস পালের ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। হরিরামপুর থানার পুলিশ পুন্ডরী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরে শুভাশিস পাল ওরফে সোনা পালের ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও চক্রান্ত করে তার ছেলেকে ফাঁসানো হয়েছে বলে পাল্টা শুভাশিস পাল মন্তব্য করেছে। পুলিশ পুরো ঘটনাটা তদন্ত নেমেছে। হরিরামপুর থানা সূত্রে জানা গেছে, সদ্য বহু বিতর্কিত হরিরামপুরে কংগ্রেস যোগদান করা শুভাশিস পালের পুন্ডরি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা হিমঘরের ম্যানেজার হিসেবে কাজ করতো ওই এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম। রফিকুল ইসলামের অভিযোগ,”ছেলেকে আটকে রেখে এক লক্ষ ৭০ হাজার টাকা দাবি করে তারা। তারপর থেকে ছেলে নিখোঁজ। বাধ্য হয়ে শুভাশিস পালের ছেলের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। দোষীর কঠোর শাস্তির দাবি জানাই।” হরিরামপুর থানা সূত্র জানা গেছে ২৯ জানুয়ারি সকালে লিখিত অভিযোগ পাওয়ার পরেই ভারতীয় নেয় সংবিধানের ১৪০ (৩),৩৫১ (২) বিএমএস ধারায় বাংলা রুজু করা হয়।এরপরে ই অভিযুক্তকে এদিন দুপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।” যদিও নোংরা রাজনীতি করছে বিপ্লব মিত্র বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা শুভাশিস পাল। তিনি পাল্টা অভিযোগ বলেন,”রাজনীতিতে পেরে উঠতে না পেরেই এমন নোংরা খেলায় মেতেছেন তিনি।ভোটে মানুষ যোগ্য জবাব দেবে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন,”লিখিত কিছু পাবার পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here