নিজের পরিতক্ত কারখানা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মালিকের,মৃত্যুকে কেন্দ্র করে ধোঁয়াশা পরিবারের

0
92

নিজের পরিতক্ত কারখানা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মালিকের,মৃত্যুকে কেন্দ্র করে ধোঁয়াশা পরিবারের। জানা যায় মৃত ব্যবসায়ী র নাম দীপক কুমার বসাক ,বাড়ি রাসবিহারী মার্কেটে,বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কসবা নেতাজি মোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ করে সেই পরিত্যক্ত কারখানা থেকে, জানা গেছে খুবই পরবর্তী থেকে ওই কারখানাটি বন্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন থেকেই তিনি এই আলমারির ফ্যাক্টরি চালাতেন। পরিবারের দাবি এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়ি ফেরেন নি ,মেয়েরা ফোন করেছিল কিন্তু ফোন ধরেন নি তিনি। অন্যদিকে ওই ব্যক্তির ব্যবসায়ীক অংশীদার স্বপন কুমার সাহা জানান তাকে সকালে ফোন করে ১১ টা নাগাদ কারখানাতে আসতে বলেন ,তিনি এসে ওই ব্যক্তির বাইক দেখতে পান,দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরে ওই পরিত্যক্ত কারখানায় এসে দেখতে পান তার ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির স্ত্রী মিঠু বসাক বলেন এই ঘটনার তদন্ত হোক। কারণ তিনি জানান তার স্বামীর পায়ের সমস্যা ,ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না,কি ভাবে এত উঁচুতে উঠে এই কাজ করা সম্ভব! এই ঘটনা এখনো মেনে নিতে পারছে না পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here