শীতল চক্রবর্তী,বংশীহারী,4আগস্ট,দক্ষিণ দিনাজপুর:-নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর ব্যক্তির। চঞ্চলকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত ডিটল এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম চন্দন সূত্রধর (30) বাড়ি বংশীহারী থানার অন্তর্গত ডিটল এলাকায়। নিজের ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এই ব্যাক্তি। বাইরে থেকে ডাকাডাকি করলে কোনরকম সারা শব্দ না পাওয়ার পরে দরজা খুলে দেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। বংশীহারী থানায় খবর দিলে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে রশিদপুর গ্রামের হাসপাতালে নিয়ে গেলে ভারপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বংশীহারী থানার পুলিশ মৃতদেহকে উদ্ধার করে মানাতুনকে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও কি কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে পরিবারসহ কেউ বলতে পারছেন না।
এ বিষয়ে মৃত ব্যক্তির আত্মীয় সুশান্ত সূত্রধর জানিয়েছেন খবর পেয়ে এসেছি রশিদপুর গ্রামের হাসপাতালে। জানতে পারি নিজের ঘরে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে সে কিন্তু কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা আমাদের জানা নেই।