নিখোঁজ ব্যক্তির খুনের ঘটনার রহস্য উন্মোচন করল পুন্ডিবাড়ি থানার পুলিশ ।

0
534

কোচবিহার:-

প্রায় সাড়ে চার মাস পর নিখোঁজ ব্যক্তির খুনের ঘটনার রহস্য উন্মোচন করল পুন্ডিবাড়ি থানার পুলিশ । কোচবিহার গোপালপুর অঞ্চলের ইকোরচালা গ্রামের জঙ্গলের মাটির নিচে থেকে দেহ উদ্ধার করে পুলিশ শুক্রবার । ঘটনায় ওই এলাকারই চারজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম কালি দাস (৬০)! প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যক্তিগত আক্রোশ কারনে এই খুনের ঘটনায়। ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


পুলিশ ও পরিবার সূত্রে খবর কালি দাস বাড়ি ইকরচলা গ্রামের বাড়ি ।বাড়িতে একাই থাকত ।কীর্তন অংশ গ্রহন করার পাশাপাশি বিভিন্ন কাজকর্ম করত । প্রায় সাড়ে চার মাস আগে কালি দাস নিখোঁজ হয়ে যায় । এরপরই তার পরিবারের পক্ষ থেকে তার আস্থা পুন্ডিবাড়ী থানা পুলিশ নিখোঁজ ডায়েরি করে । তবে পুলিশ এতদিন পর্যন্ত কোনো রকম তৎপরতা না দেখালেও । সূত্র মারফত খবর পেয়ে পুলিশ গত কয়েকদিন আগেই গোপালপুর অঞ্চলের ইকরচলা গ্রাম থেকে স্থানীয় পঙ্কজ দাস, দেবাশীষ রায়, প্রসেনজিৎ বর্মণ কৌশিক বর্মণ নামে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তারা কালিদাস কে খুন করেছে বলে ঘটনার স্বীকার করে নেয় । তাকে তার বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরত্বে একটি জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে বলে জানান তারা। এরপরই শুক্রবার পুন্ডিবাড়ি থানার পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে এসে জায়গা চিহ্নিত করে মাটি খোদাই করে দেহটি উদ্ধার করে । পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ব্যক্তিগত আক্রোশের কারণেই এই ঘটনা ঘটেছে । তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ী থানা পুলিশ । এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা সমস্ত যোগী খতিয়ে দেখা হচ্ছে । তবে রীতিমতো এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে । কালি দাসের পরিবারের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবি জানানো হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here