নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার

0
143

নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
বালুরঘাট ১৭ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।নিখোঁজ থাকার প্রায় ১০ দিন পর ডোবা থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইউনুস (৫৪)। এই ঘটনাকে ঘিরে মৃতের পরিবার খুনের অভিযোগ তুলে সরব হয়েছে।
বুধবার বেলা প্রায় ১টা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ইউনুস চাঁচল থানার অন্তর্গত নুরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। প্রায় ১০ দিন আগে তিনি এক ব্যক্তির সঙ্গে পাশের একটি গ্রামে বিয়ে বাড়িতে বরযাত্রী হিসেবে গিয়েছিলেন। কিন্তু এরপর আর বাড়ি ফিরে আসেননি।
বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও কোনও খোঁজ না মেলায় চাঁচল থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানার ফুলবাড়ি মহেন্দ্র শ্মশানের পাশে একটি ডোবায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বুধবার মৃতের পরিবারের সদস্যরা গঙ্গারামপুরে এসে মৃতদেহটি ইউনুসের বলে শনাক্ত করেন। এরপরই পুলিশ ময়না তদন্তের ব্যবস্থা করে।
এই ঘটনার পিছনে খুনের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here