নিউ জলপাইগুড়িকে নতুন রেল ডিভিশন করার দাবি তুললেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।

0
194

নিউ জলপাইগুড়িকে নতুন রেল ডিভিশন করার দাবি তুললেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।শুক্রবার রেলবোর্ডের যাত্রী সুবিধা কমিটির (প্যাসেঞ্জার অ্যামিনিটি কমিটি বা পিএসি) সদস্যের কাছে এমনই দাবি তুলেছেন বিধায়ক।তাঁর দাবি,শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন উত্তরপূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন৷এমনকি আগামীতে এই স্টেশন থেকে নাথুলা সীমান্ত পর্যন্ত রেলপথ বিস্তার হতে চলেছে।সেই বিষয়গুলিকে মাথায় রেখে আরও বেশি পরিকাঠামোগত উন্নয়ন করতে হলে নিউ জলপাইগুড়িতে নতুন একটি ডিভিশনের প্রয়োজনীয়তা রয়েছে বলেই দাবি করেন তিনি।তাঁর দাবি যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছেন পিএসির চেয়ারম্যান পিকে কৃষ্ণদাস।এমনটাই দাবি করেছেন পিএসি চেয়ারম্যান ও বিধায়ক।ওয়াকিবহাল মহলের দাবি,নতুন এই ডিভিশন গড়ে উঠলে আগামীতে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি হবে।পিএসির চেয়ারম্যান পিকে কৃষ্ণদাস বলেন,”আমাদের কাছে এই বিষয়ে স্থানীয় বিধায়ক নিউ জলপাইগুড়িকে নতুন ডিভিশন বানাতে আবেদন জানিয়েছেন।তাঁর এই দাবি আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।”তিনি আরও বলেন,”কাটিহার ও আলিপুরদুয়ার ডিভিশনের একাধিক স্টেশনের উন্নয়ন এবং নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিশ্বমানের স্টেশন গড়ে তুলতে রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছেন।”শিখাদেবী বলেন,”নিউ জলপাইগুড়ি স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হচ্ছে।পাশাপাশি এই স্টেশনের থেকে একাধিক লুপ লাইন তৈরি হয়েছে।প্রত্যন্ত এলাকা পর্যন্ত রেলপথ বিস্তার করা হচ্ছে।কাজেই নিউ জলপাইগুড়িকে ডিভিশন করার দাবি তুলেছি,আগামীতে উর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দাবি জানাব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here