নারী মুক্তি মহিলা সমিতির তরফে কিশোরী ছাত্রীদের নিয়ে বয়সন্ধিকালীন উপরে একটি আলোচনা সভা

0
244

গঙ্গারামপুরের সুভাষপল্লীতে অবস্থিত নারী মুক্তি মহিলা সমিতির তরফে কিশোরী ছাত্রীদের নিয়ে বয়সন্ধিকালীন উপরে একটি আলোচনা সভা করা তপন ব্লকের 9নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের তিলন হাইস্কুলে, ছাত্রীদের উপস্থিতি সংখ্যা ছিল ব্যাপক গঙ্গারামপুর 20 মার্চ দক্ষিণ দিনাজপুর। গঙ্গারামপুরের সুভাষপল্লীতে অবস্থিত নারী মুক্তি মহিলা সমিতির তরফে কিশোরী ছাত্রীদের নিয়ে বয়সন্ধিকালীনের উপর একটি আলোচনা সভা করা হয়।দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের 9নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের তিলন হাইস্কুলে edinwrvঅনুষ্ঠানটির আয়োজন করা হয়। নারী মুক্তি মহিলা সমিতির তরফে প্রজেক্ট কো-অর্ডিনেটর নিপা ভৌমিক কর,নারী মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট কো-অর্ডিনেটর নিপা ভৌমিক কর, ফিন্ড ফেসিলেটর সারদা বর্মন, বাসন্তী মন্ডল, সুচিত্রা মহন্ত, পম্পা বর্মনেরা উপস্থিত থেকে অনুষ্ঠানের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।সেখানে স্কুলের নোডাল টিচার সহ আরো অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকেই কিশোরী ছাত্রীদের বয়সন্ধিকালীন উপরে আলোচনা চক্রের পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্য ও সচেতনতামূলক বিভিন্ন ব্যবস্থা কিভাবে গ্রহণ করা করা যাবে তার দিক নির্দেশ দেওয়া হয় এছাড়াও সেখানে পুষ্টি, শিশু পাচার ও শিশুশ্রম বন্ধ করা সহ বিভিন্ন ধরনের শিশু সুরক্ষার উপরে আলোচনা করা হয় স্কুলের বহু ছাত্রীদের সামনে। পুরো বিষয়ের উপর আলোচনা করেন নারী মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট কো-অর্ডিনেটর নিপা ভৌমিক কর সহ সংগঠনের বাকি সদস্যরা। এমন অনুষ্ঠানে ছাত্রীদের ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here