নাবালিকা অপহরণের অভিযোগে এক গ্রেফতার, বাকিদের খোঁজে পুলিশ
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২২ জুলাইঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে নাবালিকা অপহরণের মামলায় অভিযুক্তের এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে বালুরঘাট থানার ২৫ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা থেকে ধরা পড়েছে প্রধান অভিযুক্ত সমর দাসের মামা বিজয় মালী ওরফে হাজরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে গত ৯জুলাই গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। প্রধান অভিযুক্ত সমর দাস ছাড়াও তার বাবা-মা, মামা ও আরও কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছিল।
গ্রেফতার হওয়া বিজয় মালিকে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। গঙ্গারামপুরের বাসিন্দা ওই নাবালিকা এখনও উদ্ধার হয়নি।
মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য জানিয়েছেন,”একজনকে গ্রেফতার করা হয়েছে,বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।”