নাটকের শহরে উৎসবের জোয়ার!

0
32

নাটকের শহরে উৎসবের জোয়ার! বালুরঘাটে পালিত নাট্যমন্দিরের ১১৭ বছরের গৌরবময় অধ্যায়

বালুরঘাট, ৭ ডিসেম্বর —– নাটকের শহর বালুরঘাটের প্রানকেন্দ্রে দাঁড়িয়ে থাকা বালুরঘাট নাট্যমন্দির রবিবার পা রাখল ১১৭-বছরে। বহু স্মৃতি, বহু আন্দোলন, বহু শিল্পচর্চার সাক্ষী এই প্রতিষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আবহ। পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সহ-সভাপতি অরুণ সেন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইন্দ্রনীল দাস, সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব চক্রবর্তী-সহ একাধিক সদস্য ও প্রবীণ শিল্পীরা। নাট্যমন্দির প্রাঙ্গণে রোপণ করা হয় মেহগনি, অর্জুন, জারুল-সহ একাধিক চারাগাছ—বার্তা দেওয়া হয় পুরনো গরিমা ফিরিয়ে আনার।

১৯০৯ সালে ‘বালুরঘাট থিয়েট্রিকাল অ্যাসোসিয়েশন’ হিসেবে যাত্রা শুরু করে এই সংস্থাটি। পরে ‘এডওয়ার্ড মেমোরিয়াল ড্রামাটিক ক্লাব’, যার স্থায়ী মঞ্চ তৈরি হয় ১৯১৪ সালে। এই ক্লাবেরই সদস্য ছিলেন বাংলার একাঙ্ক নাটকের জনক মন্মথ রায়।১৯৪৭ সালে স্বাধীনতার সময়ে সংস্থার নাম রাখা হয় বালুরঘাট নাট্যমন্দির।প্রতিষ্ঠার স্মৃতি মনে রেখেই এদিনের আয়োজনে ছিল চমক। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। শতাব্দীজুড়ে নাট্যচর্চার এই তীর্থভূমিতে আজও কিংবদন্তিদের স্মৃতি সমান প্রাসঙ্গিক। সন্ধ্যায় বাদল সরকারের শতবর্ষ উপলক্ষে তাঁর নাটক ভুল রাস্তা পরিবেশন করবে ‘সমমন’।

সংস্থার সাধারণ সম্পাদক ইন্দ্রনীল দাসের কথায়, “ঐতিহ্যকে হাত ধরে এগোনোর অঙ্গীকারেই ১১৭ বছর পূর্তির এই আয়োজন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here