নম্বরবিহীন বে-আইনী টোটোর বিরুদ্ধে ধড়-পাকড় পুজোর আগেই! বালুরঘাটে পুরসভাকে নিয়ে শক্ত হাতে মাঠে নামছে জেলা প্রশাসন

0
185

নম্বরবিহীন বে-আইনী টোটোর বিরুদ্ধে ধড়-পাকড় পুজোর আগেই! বালুরঘাটে পুরসভাকে নিয়ে শক্ত হাতে মাঠে নামছে জেলা প্রশাসন

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ আগষ্ট ——– হকার উচ্ছেদ অভিযানের পর এবারে বে-আইনি টোটো রুখতে পুরসভাকে নিয়ে শক্ত হাতে মাঠে নামছে জেলা প্রশাসন। পুজোর আগেই বালুরঘাটে শুরু হচ্ছে ধড়পাকড়ও। শনিবার সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি বলেন, শহরে যানজট নিয়ন্ত্রণ করতেই টোটোর বিরুদ্ধে অভিযানে নামবে প্রশাসন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকা পাওয়ার পরেই শক্ত হাতে মাঠে নামার যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন।

প্রসঙ্গত, গত ১ লা আগস্ট অটো, টোটো, ই-রিকশা, ম্যাজিক, ট্রেকার বেআইনি হলেই তা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, বেআইনি যানবাহন ধরার জন্য আচমকা পরিদর্শনের নিদানও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যেখানে একটি বিশেষ দল তৈরির কথাও বলা হয়েছে। মূলত নদিয়া জেলার একটি টোটোর রুট সংক্রান্ত মামলার রায় দিতে গিয়েই একথা জানিয়েছে আদালত। এছাড়াও, সম্প্রতি হাওড়ায় টোটোর দৌরাত্ম্য নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং নগরপালকে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবেশকর্মী সুভাষ দত্ত। যেসব একাধিক ঘটনা সামনে আসার পরেই বে-আইনী যানবাহন ধড়পাকড় সহ শহরাঞ্চল গুলিতে টোটোর দৌরাত্ম্য রুখতে কড়া ব্যবস্থা নেবার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় যে নির্দেশিকা এসে পৌঁছাতেই এব্যাপারে শক্ত হাতে মাঠে নামার প্রস্তুতি শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে এনিয়ে বেশ কয়েকটি জরুরী বৈঠকও সেরেছেন প্রশাসনিক কর্মকর্তারা। যেখান থেকেই উঠে এসেছে শহরাঞ্চলের যানজট নিয়ন্ত্রণে টোটোর বিরুদ্ধে অভিযানে নামার যাবতীয় বিষয়। মূলত নম্বরবিহীন টোটো ও গ্রামাঞ্চলের টোটোগুলিকে শহরাঞ্চলে ঢোকার ক্ষেত্রেই একাধিক বিধিনিষেধ জারি করেই পুজোর আগে শহরগুলিতে যানজট নিয়ন্ত্রণের পথে হাটতে চলেছে জেলা প্রশাসন।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা পাবার পরেই এনিয়ে প্রশাসনিকস্তরে আলোচনা সম্পন্ন হয়েছে। শহরে যানজট নিয়ন্ত্রণে পুজোর আগেই টোটোর বিরুদ্ধে অভিযানে নামা হবে। যে ব্যাপারে পরিবহন দপ্তর সক্রিয় ভুমিকা পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here