নবী উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আলে সুন্নাত অঞ্জুমান কমিটির পক্ষ থেকে পাটুল মোড় থেকে শুরু করে ডিটইল পর্যন্ত উৎসবের মধ্য দিয়ে বাইক রেলি বের করেন

0
597

নবী উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আলে সুন্নাত অঞ্জুমান কমিটির পক্ষ থেকে পাটুল মোড় থেকে শুরু করে ডিটইল পর্যন্ত উৎসবের মধ্য দিয়ে বাইক রেলি বের করেন।দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন থানার পাটুল থেকে বহুদূর রেলি করে এদিনটি তারা পালন করেন। যেখানে বহু ইসলাম ধরি মানুষজনের উপস্থিতি ছিল।

তপন থানার চাঁচড়া মোড় ও পাটুলি থেকে শুরু করে ডিটইল পর্যন্ত বাইক রেলী বের করে নালাগোলা পৌঁছায়। সেখান থেকে পৌঁছায় পাটুল আইহারা রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ।সেখানেই নামাজ শেষ করে সমস্ত লোকজনদের আহারের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানের আয়োজক তরফে।


৫৭০ খ্রিষ্টাব্দের এদিনে আরবের মরুর বুকে জন্ম হয়েছিল ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ এর।৬৩ বছর বয়সে এদিনেই মৃত্যুবরণ করেন তিনি বলে জানা গিয়েছে । তাই সারা বিশ্বের মুসলিম ধমের মানুষজনের কাছে দিনটির গুরুত্ব অপরিসীম।
দীর্ঘ বছরের সংগ্রামের পর মানবজাতির জন্য রেখে গেলেন মহাগ্রন্থ আল কোরআন। মাত্র ৬৩ বছরে পৃথিবী থেকে বিদায় নিলেও এখনো তার আদর্শে অনুপ্রাণিত মুসলিম ধর্মের পৃথিবীর প্রতিটি প্রান্তর মানুষজন বলে জানা গিয়েছে।


পাটুল আইহোরা রহমানিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন আহাম্মেদ জানিয়েছেন ,প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিশ্বনবীর জন্মদিনে সকলে মিলে একত্রিত হয়ে মেতে উঠেছি। আমাদের পাটুল থেকে প্রায় 2500 লোকজন বাইক ও গাড়ি নিয়ে পাটুল থেকে শুরু করে চেচরা দিয়ে ডিটোল পর্যন্ত এসে আবার মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছাব। সেখানে আবার নামাজ শেষ করে ফাতেহা করে শুকনা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছি। আমরা ভীষণ আনন্দ করছি।


রেলিতে আশা সালেম ইসলাম জানিয়েছেন, আমাদের বাৎসরিক নবীজির জন্মদিনে উৎসব করে থাকি। প্রতি বছরের ন্যায় এ বছরও নবীজির জন্মদিন উপলক্ষে আমরা সবাই মেতে উঠেছি।
এমন অনুষ্ঠানে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here