নন্দনপুরে বিস্ফোরণ! পরিত্যক্ত বাড়ি থেকে ছিটকে উড়লো টিনের চাল। আতঙ্কে স্তব্ধ গঙ্গারামপুর
বালুরঘাট, ২৫ এপ্রিল ——–বিকট শব্দে থমকে গিয়েছিল গোটা পাড়া। হঠাৎ এক মুহূর্তে নন্দনপুর গ্রামের শান্ত দুপুর বদলে গেল আতঙ্কে। শুক্রবার দুপুরে গঙ্গারামপুর থানার নন্দনপুরে এক পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। ছিটকে উড়ে গেল টিনের চাল, উঠল ধোঁয়ার কুণ্ডলী। ঘটনার পর স্থানীয়দের মুখে একটাই প্রশ্ন—বোমা এল কোথা থেকে?
যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেটি ছিল দীর্ঘদিন ধরে ফাঁকা। স্থানীয় সূত্রে খবর, মৃত বিজয় মজুমদারের বাড়ি এটি। প্রায় তিন বছর আগে তাঁর মৃত্যু হয়। তারপর তাঁর স্ত্রী ও মেয়ে ঠ্যাঙাপাড়ায় চলে যান। তারপর থেকে নিঃসঙ্গ, পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বাড়িটি। কে বা কারা সেখানে যাতায়াত করত, তা কেউ জানে না।
এদিন দুপুরে যে বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে বাড়ি, পাড়ার বাসিন্দা দিলীপ দাস জানান, “আমি নিজের বাড়িতে ঘরের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ এমন আওয়াজ হল যেন মাটির তলা কেপে উঠল। বেরিয়ে দেখি বিজয়বাবুর পুরনো বাড়ি থেকে ধোঁয়া উঠছে, টিনের চাল ছিটকে গিয়ে জঙ্গলের ভেতর পড়েছে। আমরা সকলেই খুব ভয় পেয়েছি।”
যে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য এবং থানার আইসি শান্তনু মিত্র। ঘটনার পরেই এলাকায় নামানো হয় র্যাফ এবং কমব্যাট ফোর্স। এদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যে বোম স্কোয়াড পৌঁছে চিরুনি তল্লাশি শুরু করে গোটা বাড়িটি ঘিরে।
পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও বোমা বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তবে কী ধরনের বিস্ফোরক, কোথা থেকে এল, এবং কারা এই বাড়িকে ব্যবহার করছিল—তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “ঘটনাটি সন্দেহজনক। কে বা কারা ওই বাড়িতে বিস্ফোরক রেখেছিল, তা জানতে তদন্ত চলছে।”
গ্রামবাসীদের আশঙ্কা, পরিত্যক্ত বাড়িকে আস্তানা বানিয়ে থাকতে পারে কোনো অসামাজিক গোষ্ঠী। অনেকে বলছেন, রাতে প্রায়ই দেখা যেত ছায়ামূর্তি। কিন্তু ভয়ে কেউ মুখ খোলেননি।
পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জেরা চলছে। বাড়ির আশেপাশের জঙ্গল এলাকা এবং অন্যান্য পরিত্যক্ত ঘরও তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনায় গঙ্গারামপুর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা চাইছেন, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আনুক প্রশাসন। তবে আপাতত গোটা এলাকা জুড়ে টান টান উত্তেজনা।