কালিয়াগঞ্জ:-রাজকার্যে শাসন কায়েম করতে প্রয়োজন সংখ্যা গরিষ্ঠ ভোট। আর ভোটারদের একটা গুরুত্বপূর্ণ অংশ হল নতুন ভোটার। তাই নতুন ভোটারদের ভোটদানে উৎসাহী করে তুলতে শিবির গড়ে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনের ব্যবহার শেখালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন।
বুধবার কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় নতুন ভোটারদের, ইলেকট্রিক ভোটিং মেশিন (EVM) এবং ভোটার ভেরিফায়াবেল পেপার অডিট ট্রায়াল (VVPAT) -এর সঠিক ব্যবহার জানাতে এবং সচেতনতা বৃদ্ধি করতে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক অস্থায়ী শিবিরের আয়োজন করা হল। সেখানে নতুন ভোটারদের প্রতীকী ইভিএম ও ভিভিপ্যাট এর সঠিক ব্যবহার শেখানো হয়। পাশাপাশি ভোটার দের ভোটদানের গুরুত্ব বুঝিয়ে তাঁদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের উত্তর দেয় ব্লক প্রশাসনের আধিকারিকেরা৷বিশেষ করে এবারে করোনা বিধি মেনে ভোট গ্রহণ হবে। সেই সরকারি বিধি সম্পর্কে বোঝানো হয় নতুন ভোটারদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও ভোটারদের ভোট দানে আগ্রহ বাড়াতে একাধিক সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর নতুন ভোটারদের ভোটদানে উৎসাহী করে তুলতে শিবির গড়ে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনের...