নতুন বছর উপলক্ষে বেসরকারি মেডিকেলের ব্যবস্থাপনায় বুনিয়াদপুরে করা হলো ফ্রী মেডিকেল ক্যাম্প।

0
27

নতুন বছর উপলক্ষে বেসরকারি মেডিকেলের ব্যবস্থাপনায় বুনিয়াদপুরে করা হলো ফ্রী মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পে একাধিক অসুস্থ রুগী পরিষেবা নিয়ে খুশি হয়েছেন।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের নতুন বাস স্ট্যান্ড চত্বরে নতুন বছর উপলক্ষে বেসরকারি মেডিকেল শপের ব্যবস্থাপনায় করা হলো ফ্রী মেডিকেল ক্যাম্প। এই ফ্রী মেডিকেল ক্যাম্পে দুর দুরন্ত থেকে মানুষ পরিষেবা নিতে ভির জমায়। এই ক্যাম্পে দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরিষেন দেন। একজন এমবিবিএস ও এমডি মেডিসিন স্পেশালিস্ট চিকিৎসক ডাক্তার সৈয়দ আব্দুস সালাম ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক এমবিবিএস ও এমডি ডাক্তার তাবাসুম খাতুন এদিনের এই ফ্রী মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন। শিশুদের জন্য ডাক্তার দেখাতে একাধিক মা তাদের বাচ্চাদের এই ক্যাম্পে নিয়ে আসেন। ঠাণ্ডার মধ্যে শিশু বাচ্চাদের ঠান্ডা লাগা থেকে শুরু করে বুকে কফ জমে যাওয়া সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বাচ্চার মা দের। শিশু বাচ্চাদের জন্য ফ্রীতে ডাক্তার দেখানোর সুযোগ থাকলে বাচ্চার মা তাদের বাচ্চাদের নিয়ে ডাক্তার দেখানোর জন্য এই ক্যাম্পে ছুটে আসে। এছাড়াও মেডিসিন স্পেশালিস্ট চিকিৎসক এর চেম্বারেও একাধিক মানুষকে পরিষেবা নিতে দেখা গিয়েছে। এই ক্যাম্পে বুনিয়াদপুর শহর জুড়ে বুনিয়াদপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এরিয়া পর্যন্ত এই ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রচার করা হয়েছিল। বুনিয়াদপুর শহর সহ কুশকারী, জোরদিঘী, ডিটইল ও পাথরঘাটা এলাকার মানুষ এই ক্যাম্প থেকে পরিষেবা নিতে এসেছিলেন। একাধিক মানুষের ভিড় দেখা যায় এই ফ্রী মেডিকেল ক্যাম্পে। আসে পাশে এরকম একাধিক মানুষ রয়েছে যারা টাকার অভাবে চিকিৎসা বেবস্থা থেকে দূরে থাকেন, তাদের কথা মাথায় রেখেই নতুন বছরে এই ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

কুশকারি থেকে এক মা সুমি সরেন তার বাচ্চাকে নিয়ে এসেছেন এই ক্যাম্পে ডাক্তার দেখাতে। তিনি জানিয়েছেন আমরা কুসকারী থেকে এসেছি ডাক্তার দেখাতে। এখানে ডাক্তার দেখানো চার্জ লাগছে না তাই আমরা এখানে ডাক্তার দেখাতে এসেছি। আমরা ভীষণ খুশি এরকম ক্যাম্প হলে সাধারণ মানুষের সুবিধা হবে।

এই বিষয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা আশিফ কারীম জানিয়েছেন নতুন বছর উপলক্ষে আমাদের জীবন মেডিকেলের পক্ষ থেকে একটি ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে উদ্দেশ্য আসে পাশে এরকম একাধিক মানুষ টাকার অভাবে চিকিৎসা বেবস্থা থেকে দূরে থাকেন তাদের কথা মাথায় রেখেই এই ক্যাম্প করা হয়েছে। ডাক্তার দের ভিজিট এই ক্যাম্পে নেওয়া হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here