নতুন বছরের শুরুতেই স্বপ্নের শহর! ৩০ লক্ষের ফুড প্লাজায় বদলে যাচ্ছে বালুরঘাটের ছবি
বালুরঘাট, ১৬ ডিসেম্বর —– নতুন বছর মানেই নতুন চমক—আর সেই চমকই এবার শহরবাসীর হাতে তুলে দিতে চলেছে বালুরঘাট পুরসভা। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠছে অত্যাধুনিক ফুড প্লাজা জোন, যা কার্যত বালুরঘাট শহরের মানচিত্রে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। মঙ্গলবার পুরসভার তরফে প্রকাশিত ডেমো ভিডিওতেই স্পষ্ট—বড় শহরের আদলে এক ঝাঁ-চকচকে পরিকাঠামো পেতে চলেছে শহর।
শহরের ১২ নম্বর ওয়ার্ডে, জেলাশাসকের দপ্তরের উলটো দিকের গলিটি নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে। আধুনিক মডেল শহরের ধারণাকে সামনে রেখেই পরিকল্পিত এই ফুড প্লাজা জোনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং চলছে দ্রুত গতিতে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বছরের প্রথম দিনেই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শহরবাসীর জন্য এই ফুড প্লাজা খুলে দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
পুরসভা সূত্রে খবর, প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দে নির্মিত এই ফুড প্লাজা জোনের প্রবেশদ্বার থেকে শুরু করে পুরো রাস্তাটিই বিশেষ এলইডি আলোয় সুসজ্জিত করা হবে। রাত নামলেই আলোয় ঝলমলে হয়ে উঠবে গোটা এলাকা। এখানে থাকছে প্রায় ৩০টি খাবারের দোকান, যেখানে মিলবে নানা স্বাদের খাবার। হাইস্কুল মাঠের পাশ সহ গোটা রাস্তার একপাশ জুড়ে থাকছে বসবার সুব্যবস্থা, যাতে পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন শহরবাসী।
শুধু খাবারই নয়, এই ফুড প্লাজা জোনে গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কৃতি ও তথ্যকেও। থাকছে ‘পৌর সংবাদ কক্ষ’, যেখানে তুলে ধরা হবে বালুরঘাট পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ইতিবাচক দিক। পাশাপাশি ‘নাট্য সংবাদ কক্ষ’-এ স্থান পাবে নাটকের শহরের সমৃদ্ধ নাট্যচর্চার ইতিহাস ও বর্তমানের নানা কর্মকাণ্ড। পুরো এলাকার সৌন্দর্যায়নে লাগানো হবে নানা প্রজাতির ফুলের গাছ, যা পরিবেশকেও করে তুলবে আরও মনোরম।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, “মডেল শহরের আদলে ১২ নম্বর ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ এলাকাটিকে সাজিয়ে তোলা হচ্ছে। এই ফুড প্লাজা জোন বড় শহরের আদলে তৈরি হচ্ছে এবং থানা মোড় ও আশপাশের যে খাবারের দোকানগুলি আগে থেকেই তালিকাভুক্ত, তারাই এখানে স্থান পাবে। নতুন বছরের উপহার হিসেবে শহরবাসীর হাতে তুলে দেওয়া হবে এই ফুড প্লাজা।”
নতুন বছরের প্রথম দিনে তাই খাবার, আলো, সংস্কৃতি আর আধুনিকতার মেলবন্ধনে এক নতুন ঠিকানা পেতে চলেছে বালুরঘাট—যেখানে আনন্দ আর স্বাদে মিলবে শহরের নতুন পরিচয়।


























