জলপাইগুড়ি:—নতুন বছরের দ্বিতীয় রবিবার জমজমাট পিকনিকের আসর জলপাইগুড়ির তিস্তা চরে। অন্যান্য ছুটির দিনগুলোতে তেমন ভিড় লক্ষ্য করা না গেলেও এদিন জলপাইগুড়ি জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর পাড়ে প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়। শহরের বিভিন্ন জায়গা থেকে পিকনিকের আনন্দ নিতে উপস্থিত হন প্রচুর মানুষ। নাচ-গান হৈ-হুল্লোড় মাততে দেখা গেল শিশু থেকে শুরু করে বড়দেরও। পিকনিক করতে আসা অনেকেই জানালেন, এবার তারা দূরে পিকনিকের ঝুঁকি নেননি। যেহেতুকোভিড রয়েছে। সেই কথা মাথায় রেখে এবার তিস্তার চরে তারা পিকনিকের আনন্দ উপভোগ করতে উপস্থিত হন। অনেকেই আবার জানালেন, তারা প্রতি বছরই এভাবে এখানে পরিবার নিয়ে পিকনিক করেন। সারা দিন খুবই আনন্দে কাটলো বলে জানান তারা। এ বিষয়ে পিকনিক করতে আসা কয়েকজন তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের চ্যানেলের সাথে।