নতুন পৌর প্রশাসক হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক কমল সরকার। কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো, দেওয়া হলো সমর্ধনাও।
এদিন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের উপস্থিতিতে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে নবনিযুক্ত পৌর প্রশাসককে ফুলের তোরা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, এরপর সেখান থেকে গঙ্গারামপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করে পৌঁছান। গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমোথ কমল সরকারের হাতে কাগজ তুলে দিয়ে দায়িত্বভার বুঝিয়ে দেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারপার্সন জয়ন্ত কুমার কুন্ডু, তৃণমূল নেতা রবীন্দ্রনাথ দাস এছাড়াও বহু তৃণমূলের নেতা কর্মীরা। বুনিয়াদপুর শহরে পৌর প্রশাসক হিসাবে কোমল সরকারকে পেয়ে খুশি হয়েছে শহর এলাকার মানুষ জনেরা। তৃণমূল কংগ্রেসের সকল সদস্যদের ও নেতা কর্মীদের নিয়ে এক সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন নতুন পৌর প্রশাসক কমল সরকার।
এ বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, আজকে আমাদের দলের বহু দিনের সহকর্মী কমল সরকার বুনিয়াদপুর পৌরসভার নতুন চেয়ারপার্সন হিসেবে নিজের দায়িত্বভার বুঝে নিলেন। আমরা সকলেই সেই জন্যই গঙ্গারামপুর মহকুমা শাসকের অফিসে এসেছিলাম। আগামী দিনে দল যে দায়িত্ব কমল সরকারের হাতে তুলে দিয়েছে তার যথাযথ সে পালন করবে বলেই আশা রাখছি
এ বিষয়ে সদ্য দায়িত্বভার গ্রহণ করা বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানিয়েছেন, আজকে দলের কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গারামপুর মহকুমা শাসকের অফিসে উপস্থিত হয়েছিলাম। এসডিও সাহেব আমাকে দায়িত্বভার বুঝিয়ে দিলেন। দল যা দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করব এবং আগামী দিনে মানুষের হয়ে কাজ করে যাব।