নজরে লোকসভা নির্বাচন, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে বালুরঘাটে আসছেন মুখ্যমন্ত্রী।
বালুরঘাট, ২৯ জানুয়ারী ——— মুখ্যমন্ত্রীর সভার আগে সভাস্থল পরিদর্শন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রীর। সোমবার জেলাশাসক বিজিন কৃষ্ণা ও জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল কে সঙ্গে নিয়ে বালুরঘাট স্টেডিয়ামের চারপাশ ঘুরে দেখেন মন্ত্রী বিপ্লব মিত্র। যেখানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা,বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অনান্য কাউন্সিলর ও কর্মাধ্যক্ষগণ। জেলা প্রশাসন সুত্রের খবর অনুযায়ী মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে প্রশাসনিক সভা করতে আসছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখান থেকে গোটা জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে করে বালুরঘাট পুলিশ লাইন মাঠে নামবেন তিনি। যেখান থেকে পায়ে হেটেই সভাস্থলে পৌছাবেন মুখ্যমন্ত্রী বলেও জেলা প্রশাসন সুত্রের খবর। শুধু তাই নয়, সভা সেরে বালুরঘাট সার্কিট হাউসে রাত্রিবাসও করবেন মুখ্যমন্ত্রী বলেও খবর। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর যে রাত্রিবাসকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। কেননা ঐ দিন রাতে দলীয় নেতৃত্বদের নিয়ে বেশ কিছু আলোচনাও সারতে পারেন বলেও সূত্রের খবর। আর যে সভার আগেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার কে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের চারপাশ খতিয়ে দেখেন মন্ত্রী বিপ্লব মিত্র।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, জনদরদি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হাতে নানা পরিষেবা তুলে দিতেই জেলায় আসছেন। তার হাত দিয়ে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হবে।