ধান ক্ষেতে ব্যাগের মধ্যে সদ্য জাত শিশুর দেহ উদ্ধার বুনিয়াদপুরে, দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
গঙ্গারামপুর ৩১ অক্টোবর দক্ষিণ দিনাজপুর ধান ক্ষেতের ব্যাগের মধ্যে সদ্য জাত শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত নালপুকুর এলাকায়।
জানা গিয়েছে নলপুকুর এলাকার বেশ কিছু ছেলে একত্রিত হয়ে তাল গাছের তলায় তাল কুড়াতে গিয়েছিল। ছেলেরা গিয়ে দেখতে পাই ধান ক্ষেতের পাশে একটি প্লাস্টিক ব্যাগ পড়ে রয়েছে। ছেলেরা সেই ব্যাগ খুলে দেখতেই দেখতে পাই ব্যাগের ভেতর সদ্য জাত শিশুর দেহ রয়েছে। হতবাক এলাকার বাসিন্দা সহ সেই ছেলে রাও। তড়িঘড়ি খবর দেওয়া হয় বংশীহারী থানায়। খবর ছড়াতেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সদ্য জাত শিশুকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর সদ্য জাত শিশুটি মৃত বলে ঘোষণা করেন। সদ্য জাত শিশু মেয়েকে বলে ভারপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন। কোথায় থেকে এই সদ্য জাত শিশুর দেহ আসলো তা নিয়ে ধন্দে রয়েছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন। পুলিশ সদ্যজাত শিশুটিকে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন।
এবিষয়ে স্থানীয় এক যুবক সীমন্ত সরকার জানিয়েছেন আমরা তাল কুড়াতে গিয়েছিলাম। গিয়ে দেখি ধান ক্ষেতের পাশে একটি প্লাস্টিক ব্যাগ পড়ে রয়েছে। প্লাস্টিক ব্যাগটি খুলে দেখতেই ব্যাগের ভিতর দেখতে পাই একটি সদ্যজাত শিশু বাচ্চা মৃত অবস্থায় রয়েছে। আমরা প্রথমে ভয় পেয়ে যাই ও বাড়িতে এসে সকলকে জানাই। পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।