ধলদিঘী উত্তরপাড় এলাকাবাসীদের তরফে দু-দিন ব্যাপী শ্রীমদ্ভগবত পাঠ,লীলাকির্ত্তন সহ ৫০০জন ভক্তদের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়

0
417

ধলদিঘী উত্তরপাড় এলাকাবাসীদের তরফে দু-দিন ব্যাপী শ্রীমদ্ভগবত পাঠ,লীলাকির্ত্তন সহ ৫০০জন ভক্তদের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়-ভক্তদের ভিড় হয়েছিল ভালো
গঙ্গারামপুর ২৬জানুয়ারিঃ-বিশ্ব মানব শান্তি কল্পে শ্রীমদ্ভগবত পাঠ ও রাধাগোবিন্দ লীলা (পদাবলী) দু-দিন ব্যাপী লীলাকির্ত্তন অনুষ্টানের আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ধলদিঘী উত্তরপাড় (ভবতারিনী কালীমাতা মন্দিরের পাশে এমন অনুষ্টানের আয়োজন করা হয়)। অনুষ্টানের শেষের দিকে প্রায় ৫০০জন ভক্তদের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়।
গঙ্গারামপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ধলদিঘী উত্তরপাড় (ভবতারিনী কালীমাতা মন্দিরের পাশে সকলে মিলে এবছর তাদের অনুষ্টান দ্বিতীয়বর্ষে পা দিয়েছে)। ধলদিঘী উত্তরপাড় এলাকার বাসিন্দরা সকলে মিলে বিশ্ব মানব শান্তি কল্পে শ্রীমদ্ভগবত পাঠ ও রাধাগোবিন্দ লীলা (পদাবলী) দু-দিন ব্যাপী লীলাকির্ষন অনুষ্ঠানের আয়োজন করে। গঙ্গারামপুর পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডের ধলদিঘী উত্তরপাড ভবতারিনী কালীমাতা মন্দিরের পাশে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীমদ্ভগবত গীতাপাঠ শেষে দু-দিন ধরে লীলাকির্ত্তন (পদাবলী)কীর্ত্তন অনুষ্টানের আয়োজন করা।অনুষ্ঠানের শেষের দিকে প্রায় ৫০০জন ভক্তদের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যাগ নেন সংস্থার অন্যতম সদস্য সমীর মুখার্জী,ত্যেন্দ্রনাথ সাহা, মিনতি দেবী, সহ আরো অনেকেই।
সংস্থার অন্যতম সদস্য সত্যেন্দ্রনাথ সাহা ও আরো সংস্থার এক অন্যতম সদস্য সমীর মুখার্জীরা জানিয়েছেন, বিশ্ব মানব শান্তি কল্পে শ্রীমদ্ভগবত পাঠ ও রাধাগোবিন্দ লীলা(পদাবলী) দু-দিন ব্যাপী লীলাকির্ত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫০০জন ভক্তদের নরনারায়ণ সেবার আয়োজন করা হয়।যা আগামী দিনেও এমন অনুষ্ঠান করাব হবে।
সংস্থার অন্যতম সদস্যা মিনতি দেবী জানিয়েছেন, সর্বশক্তিমান ঈশ্বর সকলকে ভালো রাখুক সেই জন্যেই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।যা আগামী দিনেও এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এমন অনুষ্টানে শ্রীমন্তগবত পাঠ ও রাধাগোবিন্দ লীলা (পদাবলী) দু-দিন ব্যাপী লীলাকির্ত্তন অনুষ্টানে ভক্তদের ভিড় হয়েছিল ব্যপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here