ধর্মঘট মধ্য দিয়ে কোচবিহার জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল কোচবিহার জেলা ডেকোরেটের এসোসিয়েশন ।

0
312

কোচবিহার :- ধর্মঘট মধ্য দিয়ে কোচবিহার জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল কোচবিহার জেলা ডেকোরেটের এসোসিয়েশন ।সোমবার কোচবিহার রাস মেলা ময়দান সামনে থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ ধরে কোচবিহার জেলা শাসক দপ্তরে এসে স্মারকলিপি প্রদান করেন ।তাদের আন্দোলন এদিন যোগদান করেন কোচবিহার জেলা ইলেকট্রিক , ফুল এবং ক্যাটারিং এসোসিয়েশনের সদস্যরা ।


আন্দোলন শামিল কোচবিহার জেলা ডেকরেটর এসোসিয়েশন সম্পাদক বিমল চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গ ডেকরেটর সম্নায় সমিতি রাজ্য কমিটি নির্দেশ রাজ্য ব্যাপী আজ সমস্ত দোকান পাঠ বন্ধ করে আমাদের আন্দোলন চলছে ।এরম মধ্যে জেলা শাশকে আমাদের দাবিগুলো নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে ।আমাদের দাবি গুলো ডেকোরেটের শিল্প কে বাঁচতে বিভিন্ন অনুষ্ঠান 50জনের বেশি অনুমতি দিতে হবে ।msme মাধ্যমে অল্প শুধে অনুদান ভিত্তিক ঋণ প্রদান করতে হবে ।সরকারি কাজ সিভিল কন্তেক্টার কে দেওয়া চলবে না ।পূজার সময় দেখা যায় পুলিশ বিভিন্ন ভাবে হয়রানি করেন ।সেই হয়রানি বন্ধ করতে হবে ।এছাড়া GST কম করতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here