দ্বিতীয় বিয়ের প্রতিবাদ, বোনকে বাচাতে গিয়ে জামায়ের হাসুয়ার কোপে হাত কাটলো শ্যালকের, উত্তেজনা পার পতিরামে

0
559

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ১৩ ডিসেম্বর  ———– দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় শ্যালককে হাসুয়ার কোপ জামাইবাবুর। চাঞ্চল্যকর ঘটনাটি পার পতিরাম এলাকার। ঘটনার পরেই রক্তাক্ত শ্যালক গৌতম মহন্তকে আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এদিকে এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে অভিযুক্ত জামাইবাবু ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পতিরাম থানার পুলিশ। 
পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই জামাইবাবুর নাম শ্যামল চন্দ্র কর্মকার ও তার দ্বিতীয় স্ত্রী মন্দিরা কর্মকার। পার পতিরামের বাসিন্দা পেশায় কামার শ্যামল কর্মকার প্রায় ২৫ বছর আগে বালুরঘাটের বাসিন্দা জয়ন্তী কর্মকারকে বিয়ে করেন। যার এক ছেলে ও মেয়ে রয়েছে। পারিবারিক অশান্তির কারনে জয়ন্তী বাবার বাড়ি যেতেই বাড়ির পরিচারিকার কাজে নিযুক্ত মন্দিরা সরকারকে প্রায় দেড় বছর আগে বিয়ে করেন শ্যামল। যা নিয়ে শুরু হয় ফের অশান্তি।  বিষয়টি গড়ায় আদালত অবধি।এদিকে সংসারের খরচ না দেওয়ায় দুই ছেলে মেয়েকে নিয়ে চরম বিপদে পড়ে রবিবার প্রথম স্ত্রী জয়ন্তী তার ভাই গৌতম কে নিয়ে হাজির হয় শ্যামলের বাড়িতে। যেখানে হাজির ছিলেন এলাকার বেশকিছু মহিলারাও বলে জানায় পুলিশ। ছেলে মেয়ের খাওয়া ও পড়াশুনার খরচ জয়ন্তী দাবি করতেই হাসুয়া নিয়ে চড়াও হয় শ্যামল বলে অভিযোগ। যারপরেই বোনকে বাচাতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাতের অর্ধেকটা কেটে যায় শ্যালক গৌতমের। যারপরেই উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। যদিও তড়িঘড়ি এলাকায় পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে পতিরাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে  শ্যামল ও দ্বিতীয় স্ত্রী মন্দিরা কে গ্রেপ্তার করে পুলিশ। 
পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, গ্রেপ্তার দুজনকেই এদিন আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত শ্যামলের পাচদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here