দোকানদারের বিরুদ্ধে সারের দাম বেশি চাওয়ার অভিযোগ তুলেছেন এক কৃষক

0
1233

শীতল চক্রবর্তী ,বুনিয়াদপুর, ৩ ডিসেম্বর ,দক্ষিণ দিনাজপুর:— দোকানদারের বিরুদ্ধে সারের দাম বেশি চাওয়ার অভিযোগ তুলেছেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার পীরতোলার এক দোকানে।যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই দোকানদার।ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।  শুক্রবার বিকালে কৃষক হুমায়ুন কবির সারের দোকানের সার কিনতে আসলে ১০২৬ সার কিনতে চাইলে দোকানদার দুর্জয় সরকার কৃষককে ১৪৭০টাকার জায়গায় ১৮২০ টাকা চান। কৃষক দোকানদারকে সরকারি রেট ১৪৭০টাকার কথা বলেন দোকানদার তাকে গাড়ি খরচা এর কথা বলেন। এক ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরও কৃষককে ১৪৭০টাকা দরে সার দিতে নারাজ হন।    এবিষয়ে কৃষক হুমায়ুন কবির ওই দোকানদারের বিরুদ্বে অভিযোগ করে বলেন ,আমার কাছে দোকানদার এক বস্তা ১০২৬ সার এর দাম ১৪২০ টাকা না চেয়ে ১৮২০টাকা চান। আমি সরকারি রেট জানি একটি ১০২৬ সারের দাম ১৪৭০ টাকা কিন্তু দোকানদার চাইছে ১৮২০ টাকা। এক ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছি সার নেওয়ার জন্য ১৪৭০টাকা দরে সার দেবেন না।    

এবিষয়ে ওই স্যারের দোকানদার দুর্জয় সরকার যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন আমরা সারের দাম ঠিক নিচ্ছি।এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here