দেহহীন কাটা মাথা , চাঞ্চল্য মানিকচকের মথুরাপুরে

0
324

দেহহীন কাটা মাথা , চাঞ্চল্য মানিকচকের মথুরাপুরে

মালদা–-মানিকচক,জনবহুল এলাকায় দেহহীন মাথা ।মানিকচকের মথুরাপুর চৌমাথা থেকে ভূতনি ব্রিজ রোডের ধারে দেহহীন কাটা মাথা ঘিরে চাঞ্চল্য সারা এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। কিভাবে কোথা থেকে এলো তা নিয়ে রীতিমত ধন্দ্বে রয়েছে এলাকার মানুষ। মথুরাপুর ভুতনি রোডটি রীতিমতো ব্যস্ততম রাস্তা। হাজার হাজার মানুষের যাতায়াত প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে। তবে এরকম ঘটনায় শিউরে উঠছে এলাকার মানুষ। স্থানীয়দের অনুমান রাস্তার ধারেই পড়ে রয়েছে দেহহীন কাটা মাথা। মাথাটি বেশিরভাগ অংশই জালানো বা পোড়ানো হয়েছে। আবারো অনেকের অনুমান রাস্তার ধারে রয়েছে বিশাল আমবাগান এবং আমবাগানের পাশেই রয়েছে ফুলহর নদী ও মথুরাপুর শ্মশান। অনেকেই অনুমান করছেন শ্মশান থেকেই কুকুর বা অন্য কোন জন্তুর মাধ্যমে মাথাটি এখানে ভুলবশত এসেছে। তবে এখন সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ। তদন্তের দাবি রাখছেন এলাকাবাসীর। কারণ এর আগে এরকম ঘটনা এলাকায় কোনদিনও হয়নি।। এরকম ঘটনা হওয়াতে রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ঘটনাটির খবর পেয়ে মানিকচক পুলিশ প্রশাসন এসে মাথা টিকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here