দু দিন কেটে গেলেও এখনও ভালুকের দেখা পাওয়া যায়নি জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ২০ নম্বর সেকশনে এলাকায়।

0
317

জলপাইগুড়ি:- দু দিন কেটে গেলেও এখনও ভালুকের দেখা পাওয়া যায়নি জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ২০ নম্বর সেকশনে এলাকায়। কিন্তু ভালুকের আতঙ্ক যে  স্থানীয়দের মধ্যে বেশ জাঁকিয়ে বসেছে তা তাদের  কথাবার্তাতেই পরিষ্কার। বুধবার এলাকায় গিয়ে দেখা গেল আতঙ্ক রয়েছে জনসাধারণের মধ্যে। স্থানীয় বাবুলাল ওরাও বলেন, ভয় ও আতঙ্কে রয়েছি। কাজ তেমন করা যাচ্ছে না। বাজারে যেতে হলে দলগতভাবে যাচ্ছি। দ্রুত ভালুক ধরার ব্যবস্থা বনদপ্তর যদি করে তাহলে এই ভয় থেকে মুক্ত হতে পারি বলে জানান তিনি। ভালুক ধরতে খাঁচা এখনো পাতা হয়নি। তাই খাঁচা পাতার দাবি জানিয়েছেন বাবুলাল ওরাও। অন্যদিকে স্থানীয় এটওয়া ওরাও বলেন, আতঙ্কে রয়েছি। বাজার করতে ডেঙ্গুয়াঝাড় বাজারে আসতে হয়। তাই দলগতভাবে চলাফেরা করছি। দ্রুত ভালুক ধরলে এই আতঙ্ক থেকে মুক্তি পাব বলে জানান তিনি। উল্লেখ্য, গত সোমবার ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ২০ নম্বর সেকশনে ভালুকের দেখা মেলে বলে স্থানীয় শ্রমিকদের দাবি। তারপরই নড়েচড়ে বসে জলপাইগুড়ি বনদপ্তর। গতকাল, মঙ্গলবার ড্রোন উড়িয়েও ভালুকের দেখা মেলেনি। বনদপ্তরের পক্ষ থেকে টহল অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here