দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের আন্দোলন অব্যাহত

0
320

আলিপুরদুয়ার দুষ্কৃতীদের গ্ৰেফতারের দাবিতে কালচিনি এলাকায় ব‍্যবসায়ীদের আন্দোলন অব‍্যাহত । গত ১৯ নভেম্বর কালচিনি এলাকার ব‍্যবসায়ী বিকাষ সাহ ও তার পিতা কে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । বর্তমান বিকাষ ও তার পিতা চিকৎসাধীন রয়েছে । এই ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্ৰেফতারের দাবিতে গতকাল কালচিনি এলাকায় পথ অবরোধ করে ব‍্যবসায়ীরা ও এলাকার বাসিন্দারা এবং কালচিনি বাজার এলাকায় ব‍্যবসা বন্ধ রাখে । বুধবার কালচিনি ব‍্যবসায়ী সমিতির থেকে কালচিনি এলাকায় ব‍্যবসা বন্ধ রাখা হয়েছে। ব‍্যবসায়ীরা জানান এখনও দুষ্কৃতী গ্ৰেফতার হয়নি । শীঘ্র গ্ৰেফতারের দাবিতে ব‍্যবসা বন্ধ রাখা হয়েছে। যদি ও এদিন স্বল্প ক্ষণের জন্য পথ অবরোধ করা হলে ও পরবর্তীতে অবরোধ উঠিয়ে দেয় কিন্ত দোকানপাট সব বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here