“দুর্বল হলেও সক্রিয় বামেদের কর্মচারী সংগঠন, ফেডারেশনকে একজোট হওয়ার বার্তা বিপ্লব মিত্রের”

0
59

“দুর্বল হলেও সক্রিয় বামেদের কর্মচারী সংগঠন, ফেডারেশনকে একজোট হওয়ার বার্তা বিপ্লব মিত্রের”

বালুরঘাট, ২৩ অগস্ট:
দুর্বল হলেও সক্রিয় রয়েছে বামেদের সরকারি কর্মচারী সংগঠন—এমন মন্তব্য করে নেতৃত্বদের কড়া বার্তা দিলেন মন্ত্রী বিপ্লব মিত্র। শনিবার বালুরঘাট স্টেডিয়ামের অপু শিশির সভাকক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম সাধারণ সভায় উপস্থিত হয়ে মন্ত্রী জানান, সংগঠনকে আরও সংঘবদ্ধ না হলে কার্যকারিতা হারানোর আশঙ্কা রয়েছে।

এদিনের যে সভায় উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, ফেডারেশনের জেলা সম্পাদক গৌতম সরকার, সভাপতি বিপ্লবকুমার সেন-সহ স্বাস্থ্য শাখার শতাধিক কর্মী। এদিন দীর্ঘক্ষনের যে আলোচনায় উঠে আসে রাজ্যের ৯২টি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশল। পাশাপাশি, ন্যাশনাল হেলথ মিশনের আওতায় কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ী করা, অবসরের পর সুবিধা প্রদান ইত্যাদি বিষয় রাজ্যস্তরে তোলার সিদ্ধান্ত হয়।

যেখানেই মন্ত্রী বিপ্লব মিত্র স্পষ্ট বার্তা দিয়ে বলেন—বামেদের “সংগঠন দুর্বল হলেও সক্রিয়। একজোট হয়ে কাজ না করলে ভবিষ্যতে ফেডারেশনের ভূমিকা প্রশ্নের মুখে পড়বে।” কর্মীদের তিনি শুধু সক্রিয় নয়, আরও দৃঢ়ভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here