দুর্নীতি রুখতে গ্রামবাসীকে ডেকে বোঝানোর চেষ্টা ।গ্রামবাসীদের নিয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতিতে করা হলো আলোচনা সভা।

0
379

দুর্নীতি রুখতে গ্রামবাসীকে ডেকে বোঝানোর চেষ্টা গ্রামবাসীদের নিয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতিতে করা হলো আলোচনা সভা।। গ্রামবাসীদের দাবি না মেনে নিলে তারা আদালতে দ্বারস্ত হন।

করণ বিল নিয়ে আগামী দিন বৃস্পতিবার রাস্তা অবরোধের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ পাবার পরেই নড়েচড়ে বসল প্রশাসন। শুক্রবার বংশীহারী পঞ্চায়েত সমিতিতে গ্রামবাসীদের ডেকে করা হলো আলোচনা সভা। এদিনের এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের ভিডিও সুদেষ্ণা পাল, বংশীহারী ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মলয় চক্রবর্তী, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার সহ আরো অন্যান্য আধিকারিকরা। আলোচনা সভায় গ্রামবাসীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসন গ্রামবাসীদের সুবিধার্থে জল পাস হবার জন্য একটি ক্যানেল করে দিতে চান। কিন্তু গ্রামবাসীদের দাবি ছোট্ট একটা ক্যামেল দিয়ে করণ বিলের আশেপাশের সমস্ত গ্রামের জল বেরোতে পারবে না। আধিকারিকরা আলোচনাতে গ্রামবাসীদের বলেন আদালত থেকে রায় নিয়ে আসার কথা। বাধ্য হয় গ্রামবাসীরা আদালতে দ্বারস্ত হন।

এই বিষয়ে স্থানীয় দুই গ্রামবাসী বাবুল ইসলাম ও নজরুল ইসলাম জানিয়েছেন, অবৈধভাবে করণ দিলে পুকুর খননের কাজ চলছে। তার দাবিতে বৃহস্পতিবার আমরা রাস্তা অবরোধ করেছিলাম। প্রশাসন আশ্বাস দিয়েছিলেন গ্রামবাসীদের নিয়ে আলোচনায় বসবেন সে কারণে আমরা রাস্তা অবরোধ তুলে নিয়েছিলাম। শুক্রবার বংশীহারী পঞ্চায়েত সমিতিতে আমাদের গ্রামবাসীদের ডাকা হয় এবং আমরা সেখানে আসি। প্রশাসনের আধিকারিকরা জল পাস হবার জন্য ছোট্ট একটা ক্যানেল করে দিতে চাইছিলেন। কিন্তু করণ বিলের আশেপাশে প্রচুর গ্রাম রয়েছে সেই গ্রামের সমস্ত জলকরণ মিলে গিয়ে জমা হয়। সামান্য একটা চ্যানেল দিয়ে গ্রামের সমস্ত জল বের হবে না। তাই আমরা প্রশাসনের আধিকারিকদের আলোচনাতে সমর্থন নয়। প্রশাসনের আধিকারিকরা আমাদের আদালত থেকে অর্ডার নিয়ে যেতে বলেছে। বাধ্য হয়ে আমরা আদালতে দ্বারস্থ হয়েছি।

এই বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পাল জানিয়েছেন, আমরা গ্রামবাসীদের নিয়ে আলোচনায় বসে ছিলাম করণ বিলের ঝামেলা নিয়ে। গ্রামবাসীদের কিছু কিছু সমস্যা আমরা মিটিয়ে দিতে পারব। কিন্তু সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারবো না। তাই আমরা গ্রামবাসীদের আদালতে দ্বারস্থ হতে বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here