পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৪ এপ্রিল––– ভোট মিটতেই দুর্নীর্তির অভিযোগে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করল উত্তেজিত জনতা । মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের কাশমুলাই গ্রামের। তৃণমূল ছেড়ে আসা তথা বর্তমান বিজেপি নেতা সুকুমার দেবনাথ অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি থাকাকালীন সময়ে অবৈধ ভাবে সুকুমার দেবনাথ পঞ্চায়েত থেকে টিউবয়েল, পাইপ সহ একাধিক সামগ্রী এনে বাড়িতে মজুত করে রেখেছিলেন । যেগুলি বাসিন্দারা বারবার পঞ্চায়েতে ফিরিয়ে দেওয়ার দাবী জানালেও কোন কর্নপাত করেন নি তিনি বলে অভিযোগ। আর যারপরেই উত্তেজিত বাসিন্দারা এদিন একত্রিতভাবে তার বাড়ি ভাঙচুর করেছেন । এদিন দুপুরে এমন ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছালে তার বাড়ি থেকে হওয়া উদ্ধার সামগ্রীগুলি প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাসিন্দারা ।

স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, চাকরি দেওয়ার নাম করেও বেকার ছেলে মেয়েদের কাছ থেকে প্রচুর টাকা তুলেছেন সুকুমার দেবনাথ নামে প্রাক্তন ওই অঞ্চল সভাপতি । প্রাথমিকে নিয়োগ সহ পুলিশের চাকরি সব ক্ষেত্রেই লক্ষ লক্ষ টাকা তুলেছেন তিনি । শুধু তাই নয়, পঞ্চায়েত এলাকায় জল কষ্ট দূর করতে বরাদ্দ টিউবওয়েল সামগ্রীও নিজের বাড়িতে জমা করে রাখেন ওই নেতা বলেও অভিযোগ। এলাকায় তৃনমুলের দায়ীত্বে থাকাকালীন এই দুর্নিতি করেছিলেন তিনি বলেও জানিয়েছেন বাসিন্দারা। সরকারি ত্রিপল সহ একাধিক সামগ্রীও এদিন উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। পুলিশকে সামনে রেখে যে সব সামগ্রীর তালিকা বানিয়ে নিজেদের হেফাজতে নেন ব্লক প্রশাসন। দিনভর এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোফানগরের কাশমুলাই গ্রাম।
বিজেপি নেতা সুকুমার দেবনাথ অবশ্য জানিয়েছেন, সরকারি সামগ্রী কখনো কারো বাড়িতে রাখা যায় না । তিনি ঠিকাদারির কাজ করেন । যে কারণেই তার বাড়ীতে কাজের সামগ্রী পাওয়া গিয়েছে। দল পরিবর্তন করার পর এলাকার বেশকিছু দুর্নীতির বিষয় নিয়ে সরব হওয়াতেই তার বাড়ি ভাঙচুর করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের উস্কানিতে।

স্থানীয় বাসিন্দা ইরফান আলী সরকার বলেন, চাকরির নামে বহু ছেলে মেয়ের কাছ থেকে টাকা তুলেছেন সুকুমার দেবনাথ। তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
রেজাউল হক, রাজেন মুর্মু এবং গোবিন্দ তিরকি নামে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন, সাধারণ মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী এই ভাবে আত্মসাৎ করছিলেন অভিযুক্ত। যার প্রতিবাদ জানিয়েই এদিন উত্তেজিত বাসিন্দারা তার বাড়ি ভাঙচুর করেছে। উদ্ধার হওয়া সামগ্রী প্রশাসনের হাতে তুলে দিয়ে তার বিরুদ্ধে সঠিক তদন্তের দাবী জানিয়েছেন তারা ।