দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের ‘টাইট’ দিতে কর্মীদের নিধান দিলেন মীনাক্ষী মুখার্জির তীব্র আক্রমণ গঙ্গারামপুরের সভায় শীতল চক্রবর্তী ২ ডিসেম্বর : যে সমস্ত নোংরা চরিত্রের মানুষ, লুটেরা, গুন্ডা-মাফিয়া,লোকের খেয়ে নিজের ভুড়ি বাড়াচ্ছেন, তাদের চিহ্নিত করে টাইট দিতে হবে।” গঙ্গারামপুর চৌপথিতে আয়োজিত ‘বাংলা বাঁচাও যাত্রা’-র সভায় তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে এমন কড়া মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। তাঁর দাবি, “এই চোরেদের একজনকেও টাইট দিতে পারলে, বাপ-বেয়াড়ে সবাই টাইট হয়ে যাবে।”রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরি নিয়ে মিথ্যাচারের অভিযোগও তোলেন তিনি। বলেন,“রাজ্যের ৮০ হাজার ৪৮২ বুথে ২ কোটিরও বেশি চাকরি দেওয়ার দাবি করা হচ্ছে। তা হলে প্রতিটি বুথে অন্তত ২৪৮ জন চাকরি পাওয়ার কথা। কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি না।”
তিনি আরও অভিযোগ করেন—“ভালো চাকরির পরীক্ষা দিচ্ছে ছেলে-মেয়েরা, কিন্তু চাকরি পাচ্ছে না। অথচ সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে যাচ্ছে। বাপের কিডনি বিক্রি করে যে সাদা খাতা জমা দিচ্ছে, তার চাকরি হচ্ছে, যোগ্যরা বেকার থেকে যাচ্ছে।”
সারের ও বীজের কালোবাজারি নিয়ে তৃণমূল ও বিজেপি একে অপরকে টেক্কা দিচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি অভিযোগ করেন—
এসআইআর দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে।
জমি-মাফিয়ারা বিএলআরও-র সাহায্যে মানুষের জমি দখল করছে।
রাজ্যে ধর্ষণ, খুন ও থ্রেট কালচার বেড়ে চলেছে।
সরকার সাধারণ মানুষকে মুসলমান, তপশিলি জাতি ও উপজাতির নামে বিভাজন করছে।
যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবি জানিয়ে তিনি বলেন, “যাদের পেটে ভাত জোটে না, যাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব—তাদের পাশে শক্ত প্রাচীরের মতো দাঁড়াতেই এই বাংলা বাঁচাও যাত্রা।”
মিছিলের ছবি
সভার আগে বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকার শপিং প্লাজার সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। শহর পরিক্রমা শেষে মিছিল চৌপথিতে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি।
এছাড়া উপস্থিত ছিলেন—
সিপিআইএম দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নন্দলাল হাজরা
গঙ্গারামপুর এরিয়া কমিটির নেতা অচিন্ত চক্রবর্তী সহ
অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্বরা।
Home Uncategorized দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের ‘টাইট’ দিতে কর্মীদের নিধান দিলেন মীনাক্ষী মুখার্জির তীব্র আক্রমণ




















