মালদা:- দুর্ঘটনার কবলে আম বোঝাই ট্রাক। অল্পের জন্য রক্ষা পেল কয়েকটি দোকান। গাজলের কদুবাড়ি মোড় সংলগ্ন এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ছয় চাকার আম বোঝাই লরি। লরিটি গতকাল রাতে পুকুরিয়া থানার অন্তর্গত একবর্ণা এলাকায় একটি আম বাগান থেকে আম বোঝাই করে রাতের বেলায় রওনা দিয়েছিল আসামের উদ্দেশ্যে। গাজলের কদুবাড়ি মোড় এলাকায় ভোর বেলায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে নেমে যায় ট্রাকটি। একটি দোকানের সামনে পর্যন্ত চলে আসে। দুর্ঘটনার কবলে থেকে রক্ষা পায় বেশ কয়েকটি দোকান। দোকানের সামনে ত্রিশ চল্লিশ হাজার টাকার সামগ্রীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনার পর থেকেই লরি চালক ও খালাসী পলাতক । ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ। ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিয়ে পুলিশের সাথে বচসা শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে আমগুলি অন্য গাড়িতে তুলে দেওয়ার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে গাজোল থানার পুলিশ আটক করে।