জলপাইগুড়ি:- দুর্ঘটনায় আহত পাঁচ বছরের শিশুপুত্রের চিকিৎসার জন্য অর্থ সাহায্যের কাতর আবেদন দিনমজুর পিতার। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বালাপাড়া এলাকার বাসিন্দা, দিনমজুর জাহাঙ্গীর মোহাম্মদের ৫ বছরের ছোট্ট শিশু মিরাজ মোহাম্মদ গত রবিবার এলাকাতেই টোটো দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা তার আশঙ্কাজনক বলে জানান, বাবা জাহাঙ্গীর মোহাম্মদ। তার মাথায় ও মুখে গুরুতর আঘাত রয়েছে। মাথায় ৪৩ টি শেলাই পড়েছে বলে খবর। একটি অপারেশন হলেও তার আরও অপারেশন করার প্রয়োজন রয়েছে, তার জন্য দরকার প্রায় আড়াই লক্ষ টাকা। বালাপাড়া ও পার্শ্ববর্তী বিবেকানন্দ পল্লী থেকে অর্থ সাহায্য নিয়ে আপাতত চিকিৎসা চলছে ছোট্ট মিরাজের। কিন্তু তার চিকিৎসার জন্য আরো বিপুল যে অর্থের প্রয়োজন তা দিনমজুর পিতা জাহাঙ্গীর মোহাম্মদ এর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সাহায্যের আবেদন জানিয়েছে সকল সাধারণ মানুষ, সরকারি-বেসরকারি সংস্থার কাছে। নিজের গবাদি পশু বিক্রি করেও চিকিৎসা চালাচ্ছেন তিনি। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দুর্ঘটনাগ্রস্থ জনৈক দরিদ্র টোটো চালকও। প্রতিবেশী ফজরুল ইসলাম বলেন, খুবই অর্থনৈতিক সমস্যা জাহাঙ্গীরের। আমরা যথাসাধ্য চেষ্টা করছি ছোট্ট শিশুর জন্য। পাশাপাশি সকলেই যদি একটু এগিয়ে আসেন তাহলে ছোট্ট মিরাজ সুস্থ হয়ে ফিরে এসে আবার খেলাধুলা করতে পারবে। সাহায্য দেওয়ার জন্য যোগাযোগ নম্বর- 9635883140
Home বাংলা উত্তর বাংলা দুর্ঘটনায় আহত পাঁচ বছরের শিশুপুত্রের চিকিৎসার জন্য অর্থ সাহায্যের কাতর আবেদন দিনমজুর...