পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৯ জুলাই —–-“দুয়ারে রেশন প্রকল্প চান না ডিলাররা” যে বিতর্ক নিয়ে বালুরঘাটে সাধারণ সভা করলো এম আর ডিলার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজ্য নেতৃত্বর উপস্থিতিতে শহরের নাট্য তীর্থ মন্মথ মঞ্চে জেলা কমিটির একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত করে রেশন ডিলারদের সংগঠন। এদিনের এই আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লা লস্কর। এছাড়াও হাজির ছিলেন অন্যান্য পদাধিকারীরা৷ মূলত বেশকিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বেঙ্গল ফেয়ার প্রাইস নামে একটি সংগঠনের তরফে বলা হয়েছিল, দুয়ারে রেশন প্রকল্প চায় না রেশন ডিলাররা। যাকে ঘিরেই কার্যত বিতর্ক উস্কে উঠেছিল জেলা ছাপিয়ে রাজ্যতেও। আর যারপরেই কিছুটা ড্যামেজ কন্ট্রোল করতে রাজ্যজুড়ে প্রচারে নামে এম আর ডিলার এসোসিয়েশন। যার পরিপ্রেক্ষিতেই এদিনের এই সভার ডাক দেওয়া হয় বালুরঘাটে। যে আলোচনা সভা থেকে ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স এ্যাসোসিয়েশন তরফে সাব জানিয়ে দেওয়া হয় দুয়ারের রেশন কর্মসূচি তারা চান। তবে এক্ষেত্রে তাদের কিছু দাবি দাওয়া রয়েছে। সেই সব দাবি দাওয়া এদিনের আলোচনা সভায় আলোচিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন রেশন ডিলারদের যে সমস্যা রয়েছে তাও আলোচনা হয় এদিন। যে আলোচনা সভায় ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স এ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন এদিন।
ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজি হাসান উল্লা লস্কর বলেন, বেঙ্গল ফেয়ার প্রাইস নামে একটি সংগঠনের তরফে রাজ্য সরকারের এর দুয়ারে রেশনের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। যাদের সদস্য সংখ্যা রয়েছে প্রায় ৬০০ জন। রেশন ডিলাররা দুয়ারে রেশন চাইছে না, এমন একটি বিতর্কের বিষয় নিয়েই এদিন তাদের এই সাধারণ সভা। তারা চান সরকারের এই প্রকল্পকে ভালো ভাবে এগিয়ে নিয়ে যেতে।
Home বাংলা উত্তর বাংলা “দুয়ারে রেশন প্রকল্প চাইছেন না ডিলাররা ” বিতর্কিত এমন বিষয় নিয়েই বালুরঘাটে...