দুয়ারে ডাক্তার পরিষেবা গঙ্গারামপুরের ফুলবাড়িতে “ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা

0
28

দুয়ারে ডাক্তার পরিষেবা গঙ্গারামপুরের ফুলবাড়িতে “ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা শিবির”উপস্থিত রইলেন মন্ত্রী-জেলাশাসক সহ বিশিষ্টজনেরা, পরিষেবা পেয়ে খুশি মানুষজন
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৫ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি বিএড কলেজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের দুয়ারে ডাক্তার “ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র” পরিষেবা শিবির।রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক এস বালা সুব্রামনিয়াম টি,জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস,গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল,উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ কুন্ডু,সমাজসেবী সাবদুল মিত্র, গ্রাম
পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক সুরাজ সান্যাল,
সহ আরও বিশিষ্টজনেরা।
শিবিরে বহু গ্রামবাসী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এবং এমন উদ্যোগে খুশি হয়েছেন তারা।
রাজ্যের নতুন স্বাস্থ্যউদ্যোগ: ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করেছে রাজ্য স্বাস্থ্য প্রশাসন।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দিতে ১১নভেম্বর মুখ্যমন্ত্রী রাজ্য স্বাস্থ্য ভবন থেকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পরিষেবার সূচনা করা হয়। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পরিধি বাড়াতেই মুখ্যমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ বলে পাজানা গিয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলায় আপাতত তিনটি ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা ভ্যান বরাদ্দ হয়েছে,যা গঙ্গারামপুর কুশমন্ডি ,কুমারগঞ্জ জন্য বরাদ্দ হয়েছে।গত ১৯ নভেম্বর থেকে পরিষেবা শুরু হওয়ার পর জেলাজুড়ে প্রায় ৫হাজার মানুষজন দুয়ারে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে।ধাপে ধাপে প্রতিটি ব্লকেই এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর,এই ভ্রাম্যমান স্বাস্থ্যভ্যানে থাকছে,
ইসিজি,৩৫ ধরনের রক্ত পরীক্ষা,মলমূত্র পরীক্ষা
চক্ষু পরীক্ষা,বিভিন্ন রোগের তাৎক্ষণিক পরীক্ষা
সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
মহিলা বিভাগের চিকিৎসক
শীঘ্রই ইউএসজি পরিষেবা যোগ হবে।
জেলাশাসক এস সুব্রামনিয়াম টি জানান,“দুয়ারে চিকিৎসা পরিষেবা সরকার চালু করেছে।গ্রামগঞ্জ ও প্রত্যন্ত এলাকার মানুষজনের দোরগোড়ায় স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।”
জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস বলেন—
“মুখ্যমন্ত্রীর দেখানো পথে জেলাজুড়ে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র কার্যক্রম চালু করা হলো। আগামী দিনে প্রতিটি ব্লকে এমন ক্যাম্প হবে।”
রাজ্যের পিতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,“গ্রামাঞ্চলে মানুষের কাছে সব ধরনের পরিষেবা পৌঁছোনোই সরকারের লক্ষ্য। বাড়িতে বসেই মানুষ যাতে চিকিৎসা পান, সেই উদ্দেশ্যে এই পরিষেবা।”
উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ কুন্ডু স্বাস্থ্যপরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছনোর সরকারি লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।”
এমন পরিষেবা পেয়ে খুশি হয়েছেন।
এলাকাবাসী রিনা বিবি, বেহুলা বর্মনরা বলেন—
“এমন পরিষেবা আমাদের মতো মানুষদের জন্য বড় আশীর্বাদ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here