কুচবিহার:-দুদিনের মধ্যেই তদন্ত করে চুরি যাওয়া যায় ৯ লক্ষ টাকা সহ দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুন্ডিবাড়ী থানা পুলিশ । বুধবার কুচবিহার জেলা পুলিশ সুপার অফিসে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান জেলা পুলিশের এডিশনাল এসপি কুমার শনি রাজ। তিনি গত 15 ফেব্রুয়ারি পুন্ডিবাড়ী থানা অন্তর্গত খোলটা এলাকার বাসিন্দা অসীম সেনের বাড়ি থেকে প্রায় 12 লক্ষ টাকা সহ সোনার গয়না চুরির ঘটনা ঘটে । এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দুদিনের মধ্যে ঘটনায় রানা সেন এবং মোকসেদ আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে । বুধবার তাদের কোচবিহার আদালতে তোলা হয় । পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের দাবি জানিয়েছেন । তাদের কাছ থেকে ৯ লক্ষ টাকা সহ বেশ কিছু সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ । তিনি জানান তারা তদন্ত চালাচ্ছে আরো তিন লক্ষ টাকা উদ্ধার করার ক্ষেত্রে । আরো জানা যায় যে এই ঘটনায় গ্রেপ্তার দুজনের মধ্যে রান আসেন তাদের আতীয় বলে জানা গিয়েছে ।