শিলিগুড়ি:-
মহিলাদের সংগঠন যথেষ্ঠ শক্তিশালী শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায়।তাদের একক প্রচেষ্টায় এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের জয় সম্ভব হয়েছে।সেই কারনে তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও তৃণমূল মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বৃহস্পতিবার বাগডোগরায় আসেন তিনি।সেখান থেকে দলীয় কাজে যাবেন কুচবিহারের।সেখানে একটি হাসপাতালে অনুষ্ঠান সেরে একুশে জুলাই নিয়ে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।সেখান থেকে শিলিগুড়ি এসে আগামীকাল অর্থাৎ শুক্রবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি,বলে জানান।