জলপাইগুড়ি:- দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক লরি চালক। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়িতে। খবরে প্রকাশ, এদিন অন্ধপ্রদেশ থেকে একটি মাছ বোঝাই গাড়ি ধুপগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পাশাপাশি উল্টোদিক থেকে আসছিল একটি তেলের ট্যাংকার। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মাছ বোঝাই লরিটি ঝুমুর নদীতে পড়ে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় মাছের লরি চালকের মৃত্যু হয়েছে। পাশাপাশি সহকারীর চালককে আহত অবস্থায় প্রথমে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি থেকে মাছ এদিক-ওদিক ছিটকে পড়ে। আর সেই সুযোগে মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। কয়েকজনের তৎপরতায় এবং দমকল কর্মীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হল আহতদের। ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। এরপর ধূপগুড়ি থানার পুলিশ এসে ট্যাংকার টিকে সরিয়ে নিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
Home বাংলা উত্তর বাংলা দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক লরি চালক। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি...