দুঘন্টার মধ্যেই বালুরঘাটে হারিয়ে যাওয়া সোনা রুপোর গয়না উদ্ধার পুলিশের, ধন্যবাদ দম্পতির।

0
497

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১০ জুন— দুঘন্টার মধ্যেই অটোতে হারিয়ে যাওয়া এক দম্পতির সোনা  রুপার গয়না সহ মোবাইলের ব্যাগ উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ। উদ্ধার সামগ্রী হাতে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ট্রেনে চেপে মুর্শিদাবাদ থেকে এক দম্পতি  বালুরঘাটে আসেন। স্টেশন থেকে নেমে অটোতে করে তাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে সেই ব্যাগটি ছাড়া পরে যায়।  ঘটনা পুলিশকে জানালে বালুরঘাট থানার পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে মোবাইলের লোকেশন ধরে ব্যাগটি উদ্ধার করে। 
 দুর্গেশ মন্ডল জানিয়েছেন, দুই ঘন্টার মধ্যে পুলিশ তাদের ব্যাগ উদ্ধার করে দিয়েছেন। পুলিশকে ধন্যবাদ জানাই। জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, মোবাইল লোকেশন ধরে পুলিশ হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করেছে। ওই দম্পতিকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের সামগ্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here