করণদিঘী থানার ফাঁসিহারা এলাকায় একটি আম বাগানে দুই যুবতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। করণদিঘী থানার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা ঋজু করে তদন্ত শুরু করেছে । পুলিশকে সঠিক তদন্ত করার দাবি জানিয়েছেন করণদিঘী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই আত্মহত্যা না খুন তা পরিস্কার হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্রের খবর, করণদিঘী ব্লকের রসাখোয়া ফারির ঢাটিপাড়া গ্রামের ডালখোলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গীতাঞ্জলি সিংহ, আনুমানিক বয়স ১৯ বছর এবং ওই ব্লকের কাঁচনা গ্রামের বাসিন্দা জ্যোতিকা সিংহ বাড়ি থেকে বেশ কিছু দূরত্বে শনিবার সকালে একটি আমবাগানে স্থানীয় মানুষ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরনের ওড়না দিয়ে তারা আত্মহত্যা করেন। এই খবর ছড়িয়ে পড়তে এলাকার বহু মানুষ সেখানে ভিড় জমান। খবর পেয়ে করণদিঘী থানার পুলিশ ছুটে গিয়ে দেহ দুটি উদ্ধার করে। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে। কি কারণে দুই যুবতি একই জায়গায় আত্নহত্যা করলেন তা নিয়ে ধোয়াসার সৃষ্টি হয়েছে ।স্থানীয় মানুষের ধারনা দুই যুবতির মধ্যে সম্পর্ক ছিল। দুই পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারবে না। এই কারনেই তারা আত্মহত্যা করতে পারেন। করণদিঘী পঞ্চায়েত সমিতির সদস্য খগেন দাস জানিয়েছেন, তার বাড়ির পাশেই এই ঘটনা ঘটেছে। দুই যুবতির বাড়ি ঘটনাস্থল থেকে বেশ কিলোমিটার দূরে। কি কারনে এই মৃত্যু পুলিশ সঠিক ভাবে তদন্ত করলেই মৃত্যুর কারন পরিস্কার হবে। পুলিশ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারন জানা যাবে।
বাইট….খগেন দাস…..সদস্য,পঞ্চায়েত সমিতি,করণদিঘী।