গৌতম পাল, উত্তর দিনাজপুর:-দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ইটাহার পাইকপাড়া শ্মশানে। শ্মশানের বিশ্রামাগারের পেছনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখার পাশাপাশি মালদায় বোম স্কোয়াড বাহিনীকে খবর দেওয়া হয়েছে। বিধানসভা ভোট শুরু হওয়ার আগেই এতগুলো বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ইটাহারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহারের পাইকপাড়া শ্মশানের বিশ্রামাগারের পেছনে দুই ব্যাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ব্যাগে বোমার মতো কিছু দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা খবর দেন ইটাহার থানার পুলিশকে। দ্রত ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। দেখা যায় দুটি ব্যাগে প্রায় ২০ টি তাজা বোমা রয়েছে। সাথে সাথেই গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ। বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় মালদহের বোম স্কোয়াড বাহিনীকে। কিভাবে এখানে বোমাগুলি এল বা কে বা কাহারা বোমাগুলি রেখে গেল তা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।