রায়গঞ্জ:-দুই দিনাজপুর ও মালদা জেলার ” প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ” এর জোনাল কনভেনশন অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্নজোড়ায় জেলাপরিষদের সভাকক্ষে। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এই জোনাল কনভেনশনের উদ্বোধন করেন রাজ্যের মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি। উপস্থিত ছিলেন রায়গঞ্জের তৃনমূল বিধায়ক কৃষ্ণ কল্যানী, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দুই দিনাজপুর ও মালদা জেলার প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের যে কোনও সমস্যা হলে স্থানীয় তৃনমূল বিধায়ক বা রাজ্য সরকারের প্রতিনিধিদের কাছে জানালে তা সমাধানের উদ্যোগ নেবেন বলে জানালেন মন্ত্রী গোলাম রব্বানি। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, ছ’মাস আগেও আমার রাজনৈতিক পরিচিতি ভিন্ন ছিল। আমি ভূল সিদ্ধান্ত নিয়ে বিজেপিতে গিয়েছিলাম। কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতা এবং উন্নয়ন কর্মযজ্ঞ দেখে আমি অনুপ্রানিত হয়ে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেছি। আমরা তৃনমূল বিধায়কেরা এবং জনপ্রতিনিধিরা সর্বদা প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর দুই দিনাজপুর ও মালদা জেলার ” প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ” এর...