দুই দিনাজপুরের ৫৯ টি স্বয়ংসিদ্ধা স্বনির্ভর গোষ্ঠীর মেলা বালুরঘাটে, সাতদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার

0
320

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৭ অক্টোবর— স্বয়ংসিদ্ধা স্বনির্ভর গোষ্ঠীর মেলা শুরু হল বালুরঘাটে। বুধবার বালুরঘাট পৌরসভার সুরেশ রঞ্জন পার্কে মেলার সূচনা করেন দক্ষিন দিনাজপুরের  জেলা পুলিশ সুপার রাহুল দে। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, বালুরঘাট পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান শেখর দাশগুপ্ত, বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন সহ বিভিন্ন পুরসভার প্রশাসনিক আধিকারিকরা।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মোট সাতটি পৌরসভা নিয়ে সাতদিন ব্যাপী চলবে এই মেলা। দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনীর পাশাপাশি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা থাকবে এই মেলায়। যেখানে দুই দিনাজপুরের মোট ৫৯ টি স্বনির্ভর দল অংশগ্রহণ করেছে এই মেলায়। যার মধ্যে শুধুমাত্র বালুরঘাটের রয়েছে ২৬ টি স্বনির্ভর দল। এদিন বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করে স্বনির্ভর গোষ্ঠীর প্রদর্শনী ঘুরে দেখেন উপস্থিত অতিথিবর্গরা।


      বালুরঘাট পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন শেখর দাসগুপ্ত জানিয়েছেন, ৩২ টি স্টল বসেছে মেলায়। প্রতিদিন দুপুর থেকে রাত্রি আটটা পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সামগ্রী ক্রয় বিক্রয় করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here