দুই টোটোর সংঘর্ষের ঘটনা নিয়ে সাদা পোশাকের পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি বালুরঘাটে, টাকা না দেওয়ায় সপাটে চড় টোটো চালক কে
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৯ জুলাই–– দুই টোটোর সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশের নাম করে তোলাবাজি বালুরঘাটে। টাকা না দেওয়ায় সপাটে চড় টোটো চালককে। উত্তেজনা বালুরঘাটের হাসপাতাল মোড় এলাকায়। লিখিত অভিযোগ দায়ের টোটো চালকদের। জানা যায়, শনিবার দুপুরে শহরের হাসপাতাল মোড় এলাকায় তাপস দত্ত নামে এক যুবক নিজের ফাকা টোটো চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকা তার টোটোর ব্রেক ফেল হয়ে যাওয়ায় সামনে থাকা একটি টোটো কে ধাক্কা মারে সে। ঘটনা নিয়ে দুই টোটো চালক আলোচনা করে নিজের সমস্যা মেটালেও আচমকা এক যুবক এসে সপাটে চড় মারে ওই টোটো চালককে। শুধু তাই নয়, নিজেকে সাদা পোশাকের পুলিশ পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকাও দাবি করেন তিনি বলেও অভিযোগ। যে ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও পরিস্থিতি বেগতিক বুঝতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় পুলিশ কর্মী হিসাবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি। এদিকে এই ঘটনার পরেই বেশকিছু টোটো চালক একত্রিত হয়ে পুলিশ কর্মী হিসাবে পরিচয় দেওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বালুরঘাট থানায়। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।
তাপস দত্ত নামে ওই টোটো চালক বলেন, ব্রেক ফেল হয়ে যাওয়ায় সামনে টোটোর সাথে ধাক্কা লাগে তার। নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিলেও আচমকা ওই ব্যক্তি নিজেকে পুলিশ কর্মী পরিচয় দিয়ে সপাটে চড় মারেন তাকে। শুধু তাই নয় এরজন্য পাচ হাজার টাকা দাবিও করেন তিনি। ওই ব্যক্তি পুলিশ কর্মী কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে তাদের। যে কারণে তারা থানায় লিখিত অভিযোগ জানাতে এসেছেন।
কার্তিক সাহা নামে অপর এক টোটো চালক বলেন, সাদা পোশাকের পুলিশ বলে পাচ হাজার টাকা দাবি করেছেন ওই ব্যক্তি। পরে এলাকার লোকজন একত্রিত হতেই নিজের ভুল স্বীকার করে ভয়ে পালিয়ে গিয়েছেন এলাকা ছেড়ে। যার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানাতে এসেছেন তারা।