শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ২৬শে জুলাই দক্ষিণ দিনাজপুর:-দীর্ঘ সাত বছর ধরে প্রায় ১২টি মামলায় কুখ্যাত অভিযুক্ত পালিয়ে থাকার পর পুলিশের হাতে শেষ পর্যন্ত ধরা পড়ল।দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন থানার পাশাপাশি বিভিন্ন জায়গাতে রয়েছে তার নামে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা। অভিযুক্ত যে সমস্ত অভিযোগের সঙ্গে যুক্ত তার মধ্যে রয়েছে খুন থেকে শুরু করে ডাকাতি, ডাকাতির চেষ্টা,পিস্তল নিয়ে ধরা পড়া, জাল টাকা দিয়ে কারবার করা, সরকারি কাজে বাধাদান, নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের মামলা সহ গঙ্গারামপুর থানাতেই রয়েছে নয়টি মামলা।এছাড়াও কুশমন্ডিতে দুটি ও তপন থানা সহ গঙ্গারামপুর থানার চালুন এলাকার বাসিন্দা নুর ইসলাম ওরফে বাবুর নামে রয়েছে মামলা গুলি ।
গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কুখ্যাত অভিযুক্তকে তার শ্বশুর বাড়ি গঙ্গারামপুর থানার পৈতাদীঘি থেকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।পুলিশ ১২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কাগজ দিয়ে অভিযুক্তকে বুধবার আদালতে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। দীর্ঘদিন পরে কুখ্যাত অভিযুক্ত ধরা পড়ায় পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। গঙ্গারামপুর থানা পুলিশের সূত্র জানা গেছে, গঙ্গারামপুর থানার চালুন এলাকার যুবক কুখ্যাত ওই অভিযুক্তের নাম নুর ইসলাম ওরফে বাবুর নামে ১২টি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।পুলিশ বহুদিন ধরে সে পালিয়ে ছিল।গঙ্গারামপুর থানার পুলিশ কুখ্যাত ওই অভিযুক্ত নুর ইসলাম ওরফে বাবুকে গ্রেফতার করার জন্য খোঁজ করছিল। গঙ্গারামপুর থানা পুলিশ সূত্রের খবর,অভিযুক্ত এই সমস্ত ঘটনাগুলি ঘটিয়ে বিদেশে পালিয়ে গিয়ে কাজ করছিল বহুদিন ধরে। মঙ্গলবার সে বিদেশ থেকে কাজ করে তার শ্বশুরবাড়ি গঙ্গারামপুরে পৈতাদীঘি এলাকাতে আশ্রয় নেয় বলে পুলিশের কাছে গোপন সূত্র খবর আসে। সেই খবর পৌঁছায় গঙ্গারামপুর থানার আইসির কাছেও। আইসি বিষয়টি জানতে পেরেই কুখ্যাত ওই অভিযুক্তকে গ্রেফতার করার জন্য গঙ্গারামপুর থানার টাউন অফিসার এসআই বিশ্বজিৎ বর্মন, থানার এসআই সমীর কর্মকার , এএসআই তিলক চৌধুরী, এএসআই রাম রতন ঘোষকে সেখানে পাঠান। আইসি নির্দেশ পেতেই এই চার পুলিশ অফিসার দায়িত্বের সঙ্গে মঙ্গলবার রাত্রিতে কুখ্যাত ওই অভিযুক্তের শ্বশুর বাড়ি গঙ্গারামপুর থানার পৈতাদীঘিতে রাত্রে অভিযান চালাতে যান। পুলিশের গন্ধ পেতেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রথমে। যদিও অফিসার গঙ্গারামপুর থানার টাউনবাবু এসআই বিশ্বজিৎ বর্মন, এসআই সমীর কর্মকার, এএসআই তিলক চৌধুরী, এএসআই রাম রতন ঘোষের বুদ্ধিতে অভিযুক্তকে গ্রেফতার করে রাতেই থানায় নিয়ে আসে। গঙ্গারামপুর থানা সূত্রে জানা গেছে, নুর ইসলাম ওরফে বাবুর নামে গঙ্গারামপুর থানাতে যে ৯টি মামলা রয়েছে তার মধ্যে,খুন থেকে শুরু করে ডাকাতি, ডাকাতির চেষ্টা , পিস্তল নিয়ে নিয়ে ধরা পড়া, বাড়ির মধ্যে ঢুকে মারধর করা, নিষিদ্ধ ফেনসিডিল জিনিসপত্র পাচার করা, পিস্তল নিয়ে ধরা পড়া , ডাকাতি করা, ডাকাতের চেষ্টা করা , সেই সঙ্গে পিস্তল নিয়ে ভয় দেখানো, এর পাশাপাশি কুশমন্ডি থানা এলাকায় মধ্যে ডাকাতি, খুন খুন করা ও তার তথ্য প্রমাণ লোপাট করা, তপন থানা এলাকায় ডাকাতি সহ প্রায় ১২টি মামলা রয়েছে অভিযুক্ত এই কুখ্যাত দুষ্কৃতী নুর ইসলাম ওরফে বাবুর নামে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ১২টি মামলার কাগজ দিয়ে বুধবার আদালতে পাঠায়।
জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছে, অভিযুক্তকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল।পুলিশ তাকে গ্রেফতার করেছে।বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর কুখ্যাত এই অভিযুক্তকে গঙ্গারামপুর থানার পুলিশ গ্রেপ্তার করায় সাধুবাদ জানিয়েছেন সকলেই।