দীর্ঘ প্রতীক্ষার ইতি! দক্ষিণ দিনাজপুরে রেলপথ উন্নয়নে মিলল কেন্দ্রের সবুজ সংকেত

0
190

বালুরঘাট, ২৭ জানুয়ারী —- বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ দিনাজপুরের রেল মানচিত্রে ফিরছে গতি। গাজোল–ইটাহার ও ইটাহার–বুনিয়াদপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দিল রেলমন্ত্রক। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের স্বাক্ষরিত চিঠি হাতে পৌঁছতেই উচ্ছ্বাসে ভাসলো জেলা।
এই প্রকল্প দীর্ঘদিন ধরেই প্রশাসনিক জটিলতায় আটকে ছিল। জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য একাধিকবার কেন্দ্রের দরবারে বিষয়টি তুলে ধরেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অবশেষে তাঁর প্রচেষ্টাতেই রেলদপ্তরের অনুমোদন মিলেছে বলে রাজনৈতিক মহলের দাবি।
এদিন যে চিঠির খবর প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রীকে ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন, “দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের জন্য এটি ঐতিহাসিক পদক্ষেপ। এই রেললাইন শুধু যাতায়াত নয়, জেলার অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে।”
রেল যোগাযোগের এই সম্প্রসারণে জেলার প্রত্যন্ত এলাকার মানুষ রাজ্য ও দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হবে বলে আশা প্রশাসনের। বহু প্রতীক্ষিত প্রকল্প এবার বাস্তবায়নের পথে—এই খবরে খুশির আমেজ সর্বত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here