কোচবিহার :- দীর্ঘ দিন ধরে কাজ চলছে কোচবিহার ঘুঘুমারি তোর্সা সেতুর ।যার ফলে জাম সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে । শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । দ্রুত এই কাজ সম্পন্ন করা সহ বিভিন্ন এলাকায় রাস্তা তৈরি বিষয় নিয়ে শুক্রবার p.w.d. এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর সাথে দেখা করলেন বিজেপি বিধায়ক রা । কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় ও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে শুক্রবার pwd এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাথে দেখা করেন । এই বিষয়গুলো তারা তুলে ধরেন । এদিন দেখা করার পর বিজেপি বিধায়ক বলেন কোচবিহার শহর থেকে মাথাভাঙ্গা দিনহাটা যাবার মূল সেতু হল ঘুঘুমারি তোরসা সেতু । তবে দীর্ঘদিন ধরে এই সেতুর উপর দিয়ে একের পর এক কাজ চলছে যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । অন্যদিকে আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে । এমত অবস্থায় দ্রুত যাতে এই সেতুর কাজ সম্পন্ন করা হয় সে বিষয়টি তুলে ধরা হয়েছে । এছাড়াও কোচবিহার উত্তর এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কয়েকটি রাস্তা যেগুলো p.w.d. অন্দরে রয়েছে সেগুলোর অবস্থা অনেকটাই খারাপ সেগুলো যাতে ঠিকঠাক করা হয় সে বিষয়গুলো সামনে রাখা হয় ।