মালদা:- দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে মালদা জেলা গাজোল থানার অন্তর্গত মালদা বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়ক। জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে জাতীয় সড়কে তৈরি হওয়া বিভিন্ন খানাখন্দ গুলি হয়ে গিয়েছে জলমগ্ন। ফলে রাস্তা বুঝে উঠতে সমস্যা হচ্ছে বিভিন্ন পরিবহন চালকদের। এতেই ঘটছে বিপত্তি। এলাকাবাসীর দাবী প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে আছে এই রাস্তায়। আজ সকাল থেকে তিনটি দুর্ঘটনা ঘটে এই রাস্তায়। দুটি যাত্রীবাহী টোটো যাত্রী নিয়ে উল্টে পড়ে খানাখন্দের কারণে। উল্টে পড়ে একটি ভ্যান।

স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানায় সমস্যার সমাধানের। অবশেষে দুর্ঘটনা রুখতে ৫১২ নং জাতীয় সড়কের একটি লেন বন্ধ করে দেয় গাজোল থানার পুলিশ। শুধুমাত্র ছোট গাড়ি ছাড়া কোন বড় গাড়ির চালানোর অনুমতি দেওয়া হচ্ছে না এই লেনে। ফলে একটি লেন দিয়েই যাতায়াত করতে হচ্ছে বিভিন্ন পরিবহন গুলিকে। ফলে দুর্ঘটনা যে ঘটবে না তার নিশ্চয়তা নেই। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা করা হলেও ব্লক প্রশাসনের উদ্যোগে কোন ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। গাজোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি।





















