আলিপুরদুয়ার : দীর্ঘদিনের অপেক্ষার পর আগামীকাল অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগে আলিপুরদুয়ারে এই প্রাণ প্রতিষ্ঠা ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই উপলক্ষ্যে মাদারিহাটের শিশুবাড়ি বাজারে এদিন বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। নেতৃত্বে ছিলেনমাদারিহাটের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিজেপি দলের চিফ হুইপ মনোজ টিজ্ঞা। আগামী কাল এখানকার মন্দিরে কীর্তন ভজন পুজার সাথে জায়ান্ট স্ক্রিনে রাম মন্দির উদ্বোধনও দেখানো হবে।
আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় আজ থেকে শুরু অখণ্ড রামায়ণ পাঠ । আগামীকাল ওবধি চলবে অখণ্ড রামায়ণ পাঠ।