দীর্ঘকাল পর কোভিড বিধি মেনে আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের স্কুল গুলি। স্কুলে স্বাস্থ্যবিধি মেনে আসা শুরু করেছে ছাত্রছাত্রীরা। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। স্কুলে আসা ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেল প্রবল উৎসাহ আর উদ্দীপনা। এমনই ছবি আজ ধরা পরল রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে। অনলাইন ছেড়ে অফলাইনে পঠন পাঠন শুরু হওয়ায় খুশী ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকারা। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরন সাহা জানিয়েছেন, সরকারি কোভিড বিধি মেনে স্কুলের প্রতিটি শ্রেনীকক্ষ স্যানিটাইজ করা হয়েছে। আজ ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশের আগেই তাদের হাত স্যানিটাইজ এবং থার্মাল গান দিয়ে তাপমাত্রা মেপে নেওয়া হচ্ছে।